পটুয়াখালীতে হাসপাতালে ভর্তি ১৯ জন ডেঙ্গুরোগী পটুয়াখালীতে হাসপাতালে ভর্তি ১৯ জন ডেঙ্গুরোগী - ajkerparibartan.com
পটুয়াখালীতে হাসপাতালে ভর্তি ১৯ জন ডেঙ্গুরোগী

3:15 pm , September 12, 2019

পরিবর্তন ডেস্ক ॥ পটুয়াখালীতে ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৯ জন রোগী। এর মধ্যে জেনারেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন ১৮ জন রোগী। আর কলাপাড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১জন। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন রোগী। এদের মধ্যে ৩ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু। গত ১৬ জুলাই থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেনারেল হাসপাতালসহ উপজেলা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৫১৯জন ডেঙ্গু রোগী। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ জেলায় অল্প সংখ্যক রোগী বাড়লেও হাসপাতালে চিকিৎসা নিয়ে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫শ’ জন। পটুয়াখালী সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম জানান, ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জেনারেল হাসপাতালে বর্তমানে ১৮ ও কলাপাড়া হাসপাতালে ১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা নিচ্ছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT