গভীর রাতে মুখোশধারীদের হামলা গুরুতর জখম গৃহকর্তা গভীর রাতে মুখোশধারীদের হামলা গুরুতর জখম গৃহকর্তা - ajkerparibartan.com
গভীর রাতে মুখোশধারীদের হামলা গুরুতর জখম গৃহকর্তা

3:46 pm , August 27, 2019

কুয়াকাটা প্রতিবেদক ॥ মহিপুরে গভীর রাতে একদল মুখোশধারীরা বাড়িতে প্রবেশ করে গৃহকর্তা খোকন হাওলাদার (৪৮) কুপিয়ে গুরুতর জখম করেছে। রোববার রাত ২ টার দিকে উপজেলার মহিপুর থানার মহিপুর ইউনিয়নের সেরাজপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। মুখোশধরীদের ধারালো অস্ত্রের দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে এবং রড দিয়ে পিটিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। তার ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে মুখোশধারীরা পালিয়ে যায়। পরে রাতেই তাকে সংকটাপন্ন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনার খবার শুনে মহিপুর থানার পুলিশ ঘটনাস্থাল পরিদর্শন করেছে। আহত খোকন হাওলাদারের বড় ভাই বাদল হাওলাদার জানান, মুখোশধারীরা প্রথমে গ্রিল কেটে ঘরের প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে খোকন হাওলাদার ও তার স্ত্রীকে জিম্মী করে ফেলে। এর পর এলোপাতাড়ি কুপিয়ে তাকে মারাত্মক জখম করে। তবে তার উপর কেন হামলা হয়েছে তার কোন উত্তর পাওয়া যায়নি পরিবারের পক্ষ থেকে। বর্তমানে সে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মেদ জানান, ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT