কলাপাড়ার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন কলাপাড়ার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন - ajkerparibartan.com
কলাপাড়ার প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

3:20 pm , August 16, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ১৭ তম দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শুক্রবার সকাল ১০ টায় প্রেসক্লাব মিলনায়তনে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে হুমায়ুন কবীর ও সাধারন সম্পাদক পদে এস এম মোশারফ হোসেন মিন্টু বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। অপর সদস্যরা হলেন, সহ-সভাপতি বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, সহ-সাধারন সম্পাদক জীবন কুমার মন্ডল, দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজু,সাহিত্য,সাংস্কৃতিক ও সমাজসেবা সম্পাদক অশোক মুখার্জী। সদস্য যথাক্রমে এনামুল হক,অমল মুখার্জী। নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন নেছারউদ্দিন আহমেদ টিপু ও শরিফুল হক শাহিন। ১১টি পদের মধ্যে সকল সদস্যদের সমন্বয় মতামতের ভিত্তিতে ৮টি পদে একটি করে মনোনয়ন পত্র জমা হওয়ায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT