১২ বস্তা সরকারি চালসহ ইউপি সদস্য গ্রেফতার ১২ বস্তা সরকারি চালসহ ইউপি সদস্য গ্রেফতার - ajkerparibartan.com
১২ বস্তা সরকারি চালসহ ইউপি সদস্য গ্রেফতার

2:56 pm , August 9, 2019

কলাপাড়া প্রতিবেদক ॥ হত দরিদ্রদের জন্য সরকারের বরাদ্দকৃত ঈদের বিশেষ ভিজিএফ’র চাল আত্মসাত করার অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান অভিযান চালিয়ে ১২ বস্তা চালসহ ইউপি সদস্য মো. নাসির খানকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার পৌনে চারটার দিকে ভিজিএফ এর চাল আত্মসাতের গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বাজারের মেম্বারের নিজস্ব দোকান মেরি স্টোর্স এর গুদামে অভিযান চালায়। এব্যাপারে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জানায়, সরকারি ৩০ কেজি বস্তায় ভর্তি ১২ বস্তা চালসহ পাঁচ নং ওয়ার্ডের ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে। এঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করা হবে। এছাড়া গত বুধবার দুপুরে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পূর্ব চাকামইয়া গ্রামের দ্বিত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন জালাল চাকর এর বাড়িতে ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেন ইউএনও। ইউপি চেয়ারম্যান হুমায়ুন করিবর কেরামতকে গ্রেফতার করা হয়। এঘটনায় শুক্রবার দুপুরে পিতাকে নির্দোষ ও ষড়যন্ত্রের শিকার হয়েছে বলে দাবি করে কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন গ্রেফতার হওয়া চেয়ারম্যানের ছেলে মো. হাসিবুল। এই সড়যন্ত্রের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের নেতা এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ি করেছেন। তার পিতা ডায়বেটিস, উচ্চ রক্তচাপ এবং গুরুতর অসুস্থ্য বলে দাবি করায় এবং তাকে জামিন প্রদানের জন্য সরকারের উর্ধতন কর্মকর্তাদের কাছে অনুরোধ করেন চেয়ারম্যান পুত্র মো. হাসিবুল।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT