গলাচিপায় ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন গলাচিপায় ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন - ajkerparibartan.com
গলাচিপায় ধর্ষকের ফাঁসির দাবীতে মানববন্ধন

3:13 pm , July 25, 2019

গলাচিপা প্রতিবেদক ॥ গলাচিপা উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের নিজ বাড়িতে ‘হাদিউল উম্মা মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী আছিয়া বেগম (১১) ধর্ষণের ঘটনায় ধর্ষক মোহাম্মাদ ফরাজীর ফাঁসির দাবিতে চরবিশ্বাস এলাকায় বিক্ষোভ মিছিল মানববন্ধন ও সাংবাদিক সম্মেলন করেছেন স্থানীয় জনসাধারনও হাদিউল উম্মা মহিলা মাদ্রাসার অভিভাববৃন্দ। গতকাল সকালে উক্ত মাদ্রাসার সামনে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এই দিন সকাল সাড়ে এগারোটার দিকে মাদ্রাসার ছাত্রী ও অভিভাবকবৃন্দ চরবিশ্বাস বাজার এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ধর্ষক মোহাম্মাদ ফরাজীর ফাঁসির দাবিতে প্রায় ঘন্টা ব্যাপী এই মানববন্ধন বিক্ষোভ মিছিল করা হয়।
উল্লেখ্য গত ২৯ জুন সকাল ৬টার দিকে শিক্ষক মোহাম্মদ ফরাজী শিশুটিকে বসতঘরের বারান্দায় ডেকে নেয় এবং ধর্ষণ করে। শিশুটি তার বড় বোনকে নিয়ে ওইদিন দুপুরে বাড়ি গিয়ে অভিভাবকদের বিষয়টি জানায়।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্ষক শিক্ষক মোহাম্মদ ফরাজী (৪০) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরআগস্তি গ্রামের মৃত মকবুল ফরাজীর ছেলে। মোহাম্মদ ফরাজী একই ইউনিয়নের উত্তর চরবিশ্বাস গ্রামের নিজ বাড়িতে ‘হাদিউল উম্মা মহিলা মাদ্রাসা’ প্রতিষ্ঠা করে নিজেই এটি পরিচালনা ও শিক্ষকতা করে আসছে। আবাসিক এ মাদ্রাসায় কয়েকজন মেয়ে শিশুকে রেখে পড়ানো হয়। ধর্ষিত শিশুটি (১১) ওই মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার বড় বোন (১৪) একই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করে। মামলায় অভিযোগ করা হয়েছে। মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ ওই মাদ্রাসা শিক্ষকের ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
এদিকে, অভিযোগ উঠেছে ধর্ষণের এ ঘটনাটি ধামাচাপা দেয়ার জন্য এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যাপক অপচেষ্টা করেছে। ধর্ষিত শিশুর পরিবারকে মামলা উঠিয়ে নেবার জন্য হুমকি দেয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT