মুলাদীতে নদী ভাঙ্গন প্রতিরোধের প্রতিশ্রুতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর মুলাদীতে নদী ভাঙ্গন প্রতিরোধের প্রতিশ্রুতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর - ajkerparibartan.com
মুলাদীতে নদী ভাঙ্গন প্রতিরোধের প্রতিশ্রুতি পানি সম্পদ প্রতিমন্ত্রীর

2:56 pm , July 5, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের মুলাদী উপজেলার আড়িয়ালখাঁ ও জয়ন্তি নদীর ভাংগনকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করে ভাংগন প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের প্রতিশ্রুতি দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি। শুক্রবার সকালে বরিশালের মুলাদী উপজেলার নাতিরহাট, সাহেবেরচর, রামারপোল, ঘোষেরচর ও জালালপুর এলাকার আড়িয়ালখাঁ ও জয়ন্তি নদীর ভাংগন পরিদর্শনকালে এই প্রতিশ্রুতি দেন তিনি। বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরীঘাট থেকে স্পীডবোটযোগে ভাংগনকবলিত এলাকা পরিদর্শন শুরু করে পর্যায়ক্রমে প্রতিমন্ত্রী স্থানীয় সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে সাথে নিয়ে মুলাদীর নাতিরহাট, সাহেবেরচর, রামারপোল, ঘোষেরচর ও জালালপুর এলাকার আড়িয়ালখাঁ ও জয়ন্তি নদীর ভাংগন পরিদর্শন করেন। এ সময় নদীর তীরে উপস্থিত ভাংগনকবলিত মানুষ নদী ভাংগন প্রতিরোধের জন্য প্রতিমন্ত্রীর কাছে দাবি জানান।
মুলাদীর নাজিরপুরে নদী ভাংগনকবলিতদের সমাবেশে প্রতিমন্ত্রী নদী ভাংগন প্রতিরোধে সরকারের সদিচ্ছা ও উদ্যোগের কথা জনগনের সামনে তুলে ধরেন। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানের নদী ভাংগন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রতিটি নদী ভাংগনকবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভাংগন প্রতিরোধে জরুরী ভিত্তিতে জিওব্যাগ ফেলে সাময়িক এবং দীর্ঘ মেয়াদে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ নির্মানের জন্য পানি উন্নয়ন বোর্ডের দক্ষিনাঞ্চল জোনের প্র্রধান প্রকৌশলী জুলফিকার আলী হায়দারকে নির্দেশ দেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT