প্রথমবারের স্বর্ণ মেলায় ব্যাপক সাড়া প্রথমবারের স্বর্ণ মেলায় ব্যাপক সাড়া - ajkerparibartan.com
প্রথমবারের স্বর্ণ মেলায় ব্যাপক সাড়া

3:33 pm , June 25, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ প্রথমবারের মত আয়োজিত স্বর্ণ মেলায় আশাব্যঞ্জক সাড়া লাভ করেছে কর বিভাগ। রাজধানী ঢাকা ছাড়াও সব বিভাগীয় সদরে আয়োজিত এ স্বর্ণ মেলা মঙ্গলবার বিকেলে শেষ হয়েছে। নগরীর একটি অভিজাত হোটেলের হল রুমে আয়োজিত এ মেলা সোমবার সকালে শুরু হয়ে মঙ্গলবার বিকেল ৫টা শেষ হয়। বরিশাল বিভাগীয় সদরে এ স্বর্ণ মেলায় মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ৪৬৫ জন ব্যবসায়ী স্বেচ্ছায় প্রায় ২৫ হাজার তোলা স্বর্ণ ও স্বর্ণালঙ্কার ছাড়াও কিছু রৌপ্য এবং কাট ও পালিশড ডায়মন্ড-এর ঘোষনা প্রদানের মাধ্যমে সরকারকে ২ কোটি ৪৪ লাখ ৪৪ হাজার টাকা কর প্রদান করে এসব স্বর্ণালঙ্কার বৈধ করার সুযোগ গ্রহন করেছেন বলে জানা গেছে। বরিশাল কর অঞ্চল প্রথমবারের মত আয়োজিত এ স্বর্ণ মেলায় সোম ও মঙ্গলবার বিপুল সংখ্যক স্বর্ণ ব্যবসায়ী ‘এসআরও-১৩২-আইন/আয়কর/২০১৯’ অনুযায়ী অবৈধ স্বর্ণ ও স্বর্ণালঙ্কার বৈধ করার সুযোগ গ্রহন করলেন। তবে দুদিনের এ মেলা মঙ্গলবার শেষ হলেও সরকারী সিদ্ধান্ত অনুযায়ী ৩০ জুন পর্যন্ত বৈধ স্বর্ণ ব্যবসায়ীগন এ সুযোগ গ্রহন করতে পারবেন বলে জানিয়েছেন বরিশাল কর অঞ্চলের দায়িত্বশীল সূত্র। তবে বরিশালের স্বর্ণ ব্যবসায়ীগন ভবিষ্যতে সব জেলা পর্যায়ে এধরনের মেলা আয়োজনেরও তাগিদ দিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT