আইএইচটি’র হল থেকে চার মাদকাসক্ত আটক আইএইচটি’র হল থেকে চার মাদকাসক্ত আটক - ajkerparibartan.com
আইএইচটি’র হল থেকে চার মাদকাসক্ত আটক

3:28 pm , June 23, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজী (আইএইচটি) এর হোস্টেল থেকে এক কথিত ছাত্রলীগ নেতা সহ চার বহিরাগত মাদক সেবনকারী যুবককে আটক করেছে পুলিশ। ইনস্টিটিউট কর্তৃপক্ষের সহযোগিতায় শনিবার দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- আইএইচটি’র ডেন্টাল অনুষদের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের সাবেক ছাত্র ও কথিত ছাত্রলীগ নেতা নাসিম খন্দকার (২২), তার সহযোগি এবং বহিরাগত মাদকসেবী নাঈম (১৮), সবুজ (১৯) ও ফরিদ (১৯)। এরা সবাই মাদারীপুরের বাসিন্দা। আইএইচটি কর্তৃপক্ষ জানায়, ছাত্র হলের রুম নতুন করে বরাদ্দ দিতে হোস্টেল সুপার আব্দুস ছত্তার ও মিজানুর রহমান পরিদর্শনে বের হন। তারা তৃতীয় তলায় গিয়ে ৩০৯ নম্বর রুমের বাইরে থেকে তালা দেয়া এবং ভেতরে কারোর অবস্থানের বিষয়টি নিশ্চিত হয়। পরে দরজা খুলে ভেতরে ঢুকে সেখানে মাদকাসক্ত অবস্থায় বহিরাগত নাইম, সবুজ ও ফরিদকে দেখতে পান। পরে কলেজ কর্তৃপক্ষ কোতয়ালী মডেল থানায় খবর দিলে পুলিশ এসে ওই তিনজনকে আটক করে নিয়ে যায়। পরে পুলিশ পুনরায় অভিযান চালিয়ে নাসিম খন্দকার নামের কথিত ছাত্রলীগ নেতাকে আটক করে তারা। হোস্টেল সুপার আব্দুস সাত্তার বলেন, নাসিম খন্দকার গত মার্চে ডেন্টাল অনুষোধ থেকে ডিপ্লোমা পাশ করায় এখন আর তার ছাত্রত্ব নেই। কিন্তু তবুও সে গোপনে হোস্টেলে অবস্থান করছিলো। ৩০৯ নম্বরের ওই রুমটি তার নামেও বরাদ্দ নয়। সেখানে ফার্মেসী অনুষদের মেজবা নামের ২য় বর্ষের এক ছাত্র থাকে। বহিরাগতদের রুমে নিয়ে আসায় শুক্রবার রাতে মেজবাহকে রুম থেকে বের করে দেয়া হয়। আটকের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) নুরুল ইসলাম বলেন, যাদের আটক করা হয়েছে তারা আইএইচটি হোস্টেলে অবৈধভাবে অবস্থান নিয়ে মাদক সেবন করতো। এজন্য তাদের আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT