বড় জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের বড় জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের - ajkerparibartan.com
বড় জয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

3:21 pm , June 1, 2019

পরিবর্তন ডেস্ক ॥ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নিউজিল্যান্ডকে ১৩৭ রানের টার্গেট দেয় শ্রীলঙ্কা। ম্যাচে ২৯.২ ওভার শেষে সবক’টি উইকেট হারিয়ে ১৩৬ রান করে লঙ্কান ব্যাটসম্যানরা। জবাবে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ১৬.১ ওভারে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দুই ওপেনার কলিন মুনরো আর মার্টিন গাপ্টিলের অর্ধশতকের ফলে সহজ জয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করলো নিউজিল্যান্ড। মার্টিন গাপ্টিল করেন ৫১ বলে ৭৩রান। তার ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কার মার। কলিন মুনরো ৬ চার আর ১ ছক্কার সাহায্যে ৪৭ বলে ৫৮ রান করেন। এর আগে কার্ডিফের সোফিয়া গার্ডেন্সে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ম্যাচে নিউজিল্যান্ডের পেস আক্রমণের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়েছিল চন্দিকা হাথুরুসিংহের দল। এই ধসের মাঝেও একমাত্র হাফ সেঞ্চুরি করেছেন অধিনায়ক দিমুথ করুনারতেœ। ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি আর লুকি ফার্গুসন। ম্যাট হেনরির ইনিংসের দ্বিতীয় বলে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন বাউন্ডারি হাঁকিয়ে ইনিংস শুরু করা লাহিরু থিরিমান্নে (৪)। প্রথমে আম্পায়ার নট-আউট বললেও রিভিউ নিয়ে থিরিমান্নেকে প্যাভিলিয়নে ফেরায় কিউইরা। এরপর প্রতিরোধের চেষ্টা করেছিলেন অধিনায়ক করুনারতেœ এবং কুসল পেরেরা। হেনরির দ্বিতীয় শিকার হয়ে কুসল (২৯) ফিরলে ভাঙে ৪২ রানের জুটি। পরের বলেই কুসল মেন্ডিস (০) তালুবন্দি হন গাপটিলের। ট্রেন্ট বোল্টের বদলি হিসেবে এসেই চতুর্থ সাফল্য দেন অ্যালেক্স ফার্গুসন। তার বলে এলবিডাবি¬উ হয়ে যান ধনাঞ্জয়া ডি-সিলভা (৪)। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লঙ্কানরা। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজ ‘ডাক’ মেরে ফিরেন গ্র্যান্ডহোমের বলে। জীবন মেন্ডিস (১) ফার্গুসনের দ্বিতীয় শিকার হওয়ার পর ?উইকেটে এসে হাত খুলে রানের গতি বাড়াতে থাকেন থিসারা পেরেরা। তার সঙ্গে করুনারতেœও হাত খোলেন। এই দুজনের ৫২ রানের জুটিতে একশ পেরোয়া শ্রীলঙ্কা। দলীয় ১১২ রানে ২৩ বলে ২৭ রান করা পেরেরা আউট হলে ভাঙে এই জুটি। লঙ্কানদের ঘুরে দাঁড়ানোর আর কোনো পথ খোলা ছিল না। আসলে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার কোনো ব্যাটসম্যান অবশিষ্ট ছিল না। এর মাঝেও ওপেনিংয়ে নেমে ৮৩ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেন অধিনায়ক দিমুথ করুনারতেœ। সঙ্গী হিসেবে তিনি কাউকে পাননি। ফার্গুসনের বলে লাসিথ মালিঙ্গা (১) আউট হওয়ার সঙ্গে সঙ্গে মাত্র ২৯.২ ওভারে ১৩৬ রানে অল-আউট হয় লঙ্কানরা। ৩টি করে উইকেট নিয়েছেন ম্যাট হেনরি আর লুকি ফার্গুসন। বাকী চার বোলার ১টি করে উইকেট ভাগ করে নিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT