উজিরপুরে সরকারি কলেজের প্রিন্সিপালের অপসারনের দাবীতে বিক্ষোভ উজিরপুরে সরকারি কলেজের প্রিন্সিপালের অপসারনের দাবীতে বিক্ষোভ - ajkerparibartan.com
উজিরপুরে সরকারি কলেজের প্রিন্সিপালের অপসারনের দাবীতে বিক্ষোভ

3:17 pm , May 10, 2019

প্রতিবেদক ॥ উজিরপুর সরকারি শেরে বাংলা কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়, দুর্নীতি, অনিয়ম ও ছাত্রীদের সাথে অশ্লীল আচরণের প্রতিবাদে বিক্ষোভ করেছে কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা প্রিন্সিপালের অপসরন দাবী করে। শেরেবাংলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি শাকিল মাহমুদ আউয়ালের নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১ টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা প্রিন্সিপালকে তৌহিদুল ইসলামকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে শ্লোগান দেয়। পরে ক্যাম্পাসে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মীর জাহিদ, জসিম হাওলাদার ও শাকিল মাহমুদ। শিক্ষার্থীদের অভিযোগ, ডিগ্রী পরীক্ষার ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত ফি ৮০০ টাকা হলেও কলেজের প্রিন্সিপাল শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছেন ৩ হাজার ৫২০ টাকা থেকে সাড়ে ৫ হাজার টাকা করে। এছাড়া এইচ.এস.সি পরীক্ষার ফরম পূরণে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার টাকা পর্যন্ত আদায় করা হচ্ছে। অনলাইনে ভর্তি ফি বাবদ জনপ্রতি শিক্ষার্থীর কাছে থেকে ২০০ টাকা এবং প্রশংসাপত্রের জন্য ৭০০ থেকে এক হাজার টাকা নিয়েছেন তিনি। গরীব ও মেধাবী শিক্ষার্থীরা প্রিন্সিপালের কাছে ফি কমানোর দাবী জানালে ক্ষিপ্ত হয়ে তাদের সঙ্গে অশোভন আচরণ করেন বলেও াভিযোগ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভের মধ্যে দিয়ে তা প্রকাশ পায়। কলেজ ছাত্রলীগের সভাপতি শাকিল মাহমুদ আউয়াল অভিযোগ করেন, সম্প্রতি প্রিন্সিপাল কলেজ ক্যাম্পাসের সামনে সরকারী মালিকানাধীন ৪টি চাম্বল ও ২টি মেহগনি গাছ বিনানুমতিতে ৮০ হাজার টাকা বিক্রী করে সম্পূর্ন টাকা আত্মসাত করেছেন। এসব অভিযোগের ব্যপারে প্রিন্সিপাল তৌহিদুল ইসলামের কাছে সাংবাদিকগন মোবাইলে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রলীগ নামধারী কিছু ছাত্রের অনৈতিক দাবী পূরণ না করায় তারা ওই বিক্ষোভ করেছে। তিনি কোন গাছ বিক্রী করেননি বলেও প্রিন্সিপাল দাবী করেন। উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার প্রিন্সিপালের বিরুদ্ধে বিক্ষোভ করার কথা স্বীকার করে বলেন, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ দিয়েছেন। অভিযোগগুলো তদন্ত করা হবে বলেও জানান তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT