নগরবাসীর কথা সরাসরি শুনে সমাধান দিচ্ছেন মেয়র নগরবাসীর কথা সরাসরি শুনে সমাধান দিচ্ছেন মেয়র - ajkerparibartan.com
নগরবাসীর কথা সরাসরি শুনে সমাধান দিচ্ছেন মেয়র

2:52 pm , May 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরবাসীর সমস্যা সমাধানে এবার ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করেছেন মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। সরসরি নগরবাসীর সমস্যার কথা শুনে তাৎক্ষনিক সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের নির্দেশ দিচ্ছেন তিনি। রোববার নগর ভবনের সভাকক্ষে নাগরিকদের সাথে সরাসরি সাক্ষাৎকার নেন সিটি  মেয়র নিজেই। নগরীর বাসিন্দারা সরাসরি মেয়রকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে সন্তোষ প্রকাশ করেন। একাধিক ব্যক্তি সাক্ষাৎকার প্রদান করে বের হয়ে বলেন, এতবড় একজন ব্যক্তি এভাবে কাছে বসিয়ে ধৈর্য্য ধরে সাধারন মানুষের কথা শুনবেন তা আমরা চিন্তাই করি নাই। আমরা যা বলতে চেয়েছি তিনি মনোযোগ দিয়ে শুনে কর্মকর্তাদের সাথে সাথে তা সমাধান করার নির্দেশ দেন। সকল জনপ্রতিনিধি যদি এভাবে মানুষের সেবা করে তাহলে কারো কোন সমস্যা থাকবেনা। এ সময় দেখা যায় নগরীর বিভিন্ন প্রান্তের বাসিন্দারা সিটি মেয়রের সাঙ্গে সাক্ষাৎ করছেন। একেকজন বাসিন্দা পৃথকভাবে তার সমস্যার কথা তুলে ধরছেন। বৃদ্ধ, যুবক, নারী, তরুনসহ সকল বাসিন্দারা তার সঙ্গে কথা বলতে পারছেন। সিটি কর্পোরেশনের একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানান, দায়িত্ব গ্রহনের পর  মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ নগর ভবনের দূর্নীরি মূলোৎপাটনের দিকে গুরুত্ব দেন। এরপর বিভিন্ন আর্থিক অনিয়মের বিষয়ে অডিট এবং গুরুত্বপূর্ন বিভিন্ন কাজে দিনরাত ব্যস্ত সময় পাড় করেন। এসময় বিভিন্ন ব্যক্তি তাদের সমস্যার বিষয়ে মেয়রকে অবহিত করতে চাইলে মেয়র কিছুদিন সময় চেয়েছেন। এরই ধারাবাহিকতায় এখন থেকে সিটি মেয়র সকলের সমস্যা নিজে শুনে তা সমাধানের ব্যবস্থা করছেন।
এ সকল বিষয়ে সিটি মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ বলেন, আমি জনগনের সেবা করার জন্য দায়িত্ব গ্রহন করেছি ।নগরীর বাসিন্দারা যাতে ভালো থাকে এজন্য আমি যে কোন ত্যাগ স্বিকার করতে প্রস্তুত। আমি যখনই সময পাব সরাসরি নগরবাসীর কথা শুনবো । নগরীর ধনী গরিব সকল বাসিন্দাই আমার কাছে সমান গুরুরম্বপূর্ন ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT