পাথরঘাটায় ঘরচাপায় দাদি-নাতির মৃত্যু পাথরঘাটায় ঘরচাপায় দাদি-নাতির মৃত্যু - ajkerparibartan.com
পাথরঘাটায় ঘরচাপায় দাদি-নাতির মৃত্যু

3:11 pm , May 4, 2019

পরিবর্তন ডেস্ক ॥ ঘূর্ণিঝড় ফণীর তা-বে পাথরঘাটায় কয়েকশ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আশ্রয় কেন্দ্রে না যাওয়ার কারণে ঘরের নিচে চাপা পড়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে। এতে আরও ছয়জন আহত হয়েছেন। এছাড়া শতশত গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়েছে। উপকূল ঘুরে দেখা যায়, পাথরঘাটা উপজেলার বলেশ্বর নদ সংলগ্ন গাববাড়িয়া, তাফালবাড়িয়া, ছোট টেংরা, পদ্মা, চর লাঠিমারা, বিষখালী নদী সংলগ্ন জিনতলাসহ বেশ কয়েকটি গ্রামে ঝড়ো বাতাসে ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে পড়েছে। এছাড়া অনেক গাছপালাও ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার রাত সাড়ে ৪টার দিকে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দুই নম্বরর ওয়ার্ডে কালিয়ারখাল এলাকায় ঘর চাপা পড়ে আব্দুল বারেকের স্ত্রী নুরজাহান বেগম (৬০) ও নাতি জাহিদুল ইসলাম (৮) মারা গেছে। ইউপি সদস্য মো. শাহিন জানান, ভোরে বসত ঘরের পাশেই বড় একটি গাছ ঘরের উপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঘুমন্ত অবস্থায় নুরজাহান বেগম ও তার নাতি জাহিদুলের মৃত্যু হয়। ঘরে থাকা আরও ছয়জন আহত হয়। দুর্যোগ মোকাবিলার দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বলেন, নিহতের পরিবারকে সার্বিক সহযোগিতা দেওয়া হবে। আর ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর খোঁজখবর নেওয়া হচ্ছে। এছাড়া দুর্যোগ মোকাবিলায় উপজেলা প্রশাসন থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT