বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর রুপান্তর করার দাবীতে মানববন্ধন বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর রুপান্তর করার দাবীতে মানববন্ধন - ajkerparibartan.com
বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর রুপান্তর করার দাবীতে মানববন্ধন

3:19 pm , April 3, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ রুপান্তর করার দাবীতে প্রতিবাদ সভা, মানববন্ধন কর্মসূচি সহ প্রধানমন্ত্রী বরাবর স্বাকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সিএন্ডবি সড়কস্থ বরিশাল সদর উপজেলা চত্বর বিআরডিবি কার্যলয়ের সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে (জাতীয় শ্রমীকলীগ অন্তর্ভূক্ত) বিআরডিবি কর্মচারী সংসদ বরিশাল জেলা কমিটি। মানববন্ধনে বিআরডিবি’র বাস্তবায়নাধীন ১৫টি প্রকল্প একত্রিত করে ‘বঙ্গবন্ধু দারিদ্র দূরীকরণ ফাউন্ডেশন” এর পরিবর্তে রাজস্ব বাজেট সহ প্রকল্প কর্মসূচিতে কর্মরত সকল জনবলের সমন্বয়ে বিআরডিবিকে ‘বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তর’ রুপান্তকরণ সহ সিবিএ কর্তৃক দাখিলকৃত ৭ দফা দাবী উপস্থাপন করা হয়। বরিশাল বিআরডিবি কর্মচারী সংসদের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে দাবী আদায়ের প্রতিবাদ সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলার দেশে যারা আজ (বিআরডিবি’র) মাঠ প্রর্যায়ে দারিদ্র্য বিমোচন কাজে নিজেদের জীবনকে উৎসর্গ করে কাজ করে যাচ্ছেন তারাই আজ বেতন-ভাতাহীন হয়ে দারিদ্র সিমার নিছে বাস করে মানবেতর জীবন-যাপন করছে। তাই যত দ্রুত সম্ভব বিআরডিবিকে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন অধিদপ্তরে অন্তর্ভূক্ত করে ঘোষনা করার জন্য সরকারের প্রধানমন্ত্রী কাছে জোড় দাবী জানান তারা। এসময় আরো বক্তব্য রাখেন বিআরডিবি জেলা উপপরিচালক জহুরুল ইসলাম, বিআরডিবি সংসদের সাধারন সম্পাদক মোঃ সফিকুল ইসলাম,জেলা যুব শ্রমীকলীগ সভাপতি মোখলেচুর রহমান,অর্থ সম্পাদক শামীম হাওলাদার প্রমুখ। পরে তারা বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে বরিশাল সদর ও জেলার বিভিন্ন উপজেলার শতাধিক মহিলা-পুরুষ কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT