নগরীতে দিনভর লোডশেডিং অতিষ্ঠ লক্ষাধিক বাসিন্দা নগরীতে দিনভর লোডশেডিং অতিষ্ঠ লক্ষাধিক বাসিন্দা - ajkerparibartan.com
নগরীতে দিনভর লোডশেডিং অতিষ্ঠ লক্ষাধিক বাসিন্দা

3:28 pm , March 21, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশীপুর সাব-স্টেশনে একটি ৩৩/১১কেভি ট্রান্সফর্মারের তেল পরির্বতন সহ ব্যাটারী রুমে শর্ট সার্কিটের কারনে গতকাল দিনভরই লোডশেডিং-এর যন্ত্রনায় অতিষ্ঠ ছিল নগরীর প্রায় অর্ধেক এলাকার লক্ষাধিক মানুষ। চলতি মাস জুড়েই এ সাব-স্টেশনটির সাথে রূপাতলী সাব-স্টেশনের ৩৩ কেভী লাইন পূণর্বাসন কাজের জন্যও লোডশেডিং করতে হচ্ছে সংযূক্ত ফিডারগুলোতে। বুধবার সন্ধ্যার পরে ১৫ কিলোমিটার বেগের দমকা হাওয়ায় রূপাতলীÑপলাশপুর ৩৩ কেভী লাইনে গোলযোগ দেখা দেয়ায় কাশীপুর সাব-স্টেশন থেকে বিকল্প পন্থায় বিদ্যুৎ সরবারহ করায় এ সাব-স্টেশনটির সবগুলো ফিডারেই রাত ১০টা পর্যন্ত লোডশেডিং করতে হয়েছে। ফলে বুধবার অনেক রাত অবধি নগরীর বেশীরভাগ এলাকা অন্ধকারে ডুবে ছিল। সারা দেশের কোথাও বিদ্যুৎ ঘাটতি না থাকলেও নজিরবিহীন লোডশেডিং-এ অতিষ্ঠ মহানগরীর কাশীপুর সাব-স্টেশনের ৮টি ফিডারের গ্রাহকগন। এমনকি এসাব-স্টেশনের প্রায় প্রতিটি ফিডারে প্রতিনিয়তই গোলযোগও লেগেই থাকছে। এখানের ৩৩/১১ কেভি ২টি ১০ এমভিএ ট্রান্সফর্মারেও ওভারলাড চলছে। ফলে এসব ট্রান্সফর্মার রক্ষা করতে গিয়েও প্রায়ই লোডশেডিং করতে হচ্ছে। ফিডারগুলোতে নানামুখি গোলযোগও এখন নিত্যকার ঘটনায় পরিনত হয়েছে। অথচ একজন প্রকৌশলীকে একাধিক ফিডারের দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। ফলে অঘোষিতভাবে লাইনম্যানরাই এখন ফিডার ইনচার্জ। এসব বিষয় দেখারও কেউ আছে বলে মনে করেন না বেশীরভাগ গ্রাহক। তবে গতকাল বৃহস্পতিবার দিনভর লোডশেডিং-এর বিষয়ে ওজোপাডিকো’র বরিশাল বিক্রয় বিভাগ-২’এর নির্বাহী প্রকৌশলীর সাথে আলাপ করা হলে তিনি জানান ‘গ্রাহকদের বেশীরভাগ অভিযোগই সঠিক নয়, তেল পরিবর্তনের কারনেই একটি ট্রান্সফর্মার বন্ধ রাখায় বৃহস্পতিবার দিনের বেলা কিছু সমস্যা হলেও তা সহনীয় ছিল’ বলে তিনি দাবী করেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ ৩৩ কেভী ট্রান্সফর্মারে তেল পরিবর্তন কাজ শেষ করে বেশীরভাগ ফিডারে বিদ্যুৎ সরবারহ শুরু হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT