ওবায়দুর কাদেরকে নিয়ে মন্তব্য ॥ প্রতিবাদে ঝাড়– মিছিল ভোলা উপজেলা বিএনপির সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা ওবায়দুর কাদেরকে নিয়ে মন্তব্য ॥ প্রতিবাদে ঝাড়– মিছিল ভোলা উপজেলা বিএনপির সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা - ajkerparibartan.com
ওবায়দুর কাদেরকে নিয়ে মন্তব্য ॥ প্রতিবাদে ঝাড়– মিছিল ভোলা উপজেলা বিএনপির সভাপতিকে অবাঞ্চিত ঘোষণা

3:36 pm , March 5, 2019

ভোলা অফিস ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নিয়ে ফেইসবুকে আপত্তিকর মন্তব্য করায় ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আসিফ আলতাফের বিরুদ্ধে ঝাড়– মিছিল ও প্রতিবাদ সভা করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে। সভা থেকে আসিফ আলতাফকে ভোলায় অবাঞ্চিত ঘোষণা করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান। ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ সোমবার তার নিজ ফেইসবুক আইডিতে অসুস্থ ওবায়দুল কাদেরকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করেন। বিষয়টি ওই রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এর প্রতিবাদে গতকাল বেলা সাড়ে ১১ টায় বাংলাস্কুল মোড় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে ঝাড়– মিছিল বের করে আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, যুগ্ম সম্পাদক জহুরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারী নজরুল ইসলাম গোলদার, মুকিক্তযোদ্ধা সংসদের ডেপুটি কমা-ার শফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। মিছিলটি সদর, মহাজনপট্টি হয়ে কালিনাথ বাজার গিয়ে প্রতিবাদ সভা করে। এসময় জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেব বিপ্লব বক্তব্য রাখেন। বক্তারা ভোলায় সুস্থ রাজনীনি অব্যাহত রাখতে আসিফ আলতাফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান এবং আসিফ আলতাফকে ভোলায় অবাঞ্চিত ঘোষণা করেন। সভাশেষে মিছিলটি দলীয় কার্যালয়ে গিয়ে শেষ। এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা আসিফ আলতাফের বিরুদ্ধে নানা শ্লোগান দিতে শোনা যায়। এদিকে মিছিল থেকে জেলা বিএনপি ও যুবদল অফিসে হামলা ও ভাংচুরের অভিযোগ করেছে বিএনপি। তবে বিএনপির এ অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু জানান, আওয়ামী লীগ ঝাড়– মিছিল ও প্রতিবাদ সভা করেছে। কোন ধরনের হামলা ভাংচুর করা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT