লাইন রোডের বহুতল ভবনের অবৈধ ১০ ও ১১ তলা ভেঙে দিলো বিসিসি লাইন রোডের বহুতল ভবনের অবৈধ ১০ ও ১১ তলা ভেঙে দিলো বিসিসি - ajkerparibartan.com
লাইন রোডের বহুতল ভবনের অবৈধ ১০ ও ১১ তলা ভেঙে দিলো বিসিসি

3:23 pm , March 2, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে প্লান ছাড়া নির্মিত বহুতল ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলেছে বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। গতকাল শনিবার নগরীর লাইন রোডে হাজী আলতাফ হোসেন তালুকদারের নির্মানাধীন ১১ তলা ভবনের দুই তলা ভেঙ্গে ফেলা হয়। এছাড়াও ভবনের নিচ তলায় রাস্তা দখল করে নির্মান করা সিঁড়িও ভেঙে ফেলা হয়েছে। বরিশাল সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিচুজ্জামান জানান, পার্শ্ববর্তী ৫ তলা ভবনের মালিকের দেয়া অভিযোগের ভিত্তিতে ওই ভবনে উচ্ছেদ অভিযান পরিচারনা করা হয়। তিনি জানান, ওই ১১ তলা ওই ভবনটি ৯ তলা পর্যন্ত প্লান অনুমোদন রয়েছে। কিন্তু ভবন মালিক অবৈধভাবে আরো দুই তলা নির্মান করে। এ কারনে অতিরিক্ত ১০ ও ১১ তম তলা ভেঙে ফেলা হয়েছে। তিনি বলেন, বরিশালে পূর্বে ৪২ হাজার হোল্ডিং ছিলো। বর্তমান মেয়র দায়িত্ব গ্রহনের পরে পুন.জরিপ করার পরে হোল্ডিং এর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০ হাজার হয়েছে। এর মধ্যে ৬ তলার উপরে বহুতল ভবন রয়েছে প্রায় ৫ হাজার।
তিনি আরো বলেন, বরিশাল সিটি কর্পোরেশন ৬ তলা পর্যন্ত ভবনের প্লানের অনুমোদন দিয়ে থাকে। এর উপরে ভবন নির্মান করতে গেলে ঢাকা গৃহায়ন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। কিন্তু নগরীর লাইন রোডে যে ভবনটি করা হয়েছে সেই ভবনের ক্ষেত্রে সেখান থেকেও কোন অনুমোদন নেয়া হয়নি।
আনিচুজ্জামান বলেন, ওই একটিই নয়, নগরীতে এমন আরো একাধিক ভবন রয়েছে, যেগুলো প্লান বহিঃর্ভূত। যারা প্লান বহিঃর্ভুত ভাবে ভবন নির্মান করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT