মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ - ajkerparibartan.com
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ

3:14 pm , February 20, 2019

নিজস্ব প্রতিবেদক \ আজ প্রথম প্রহর থেকে সকলের সব পথ এসে মিলেছে শহীদ মিনারে। হাতে হাতে বসন্তে ফোটা ফুলের স্তবক, কণ্ঠে নিয়ে চির অ¤øান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী/ আমি কি ভুলিতে পারি…’ ধীর পায়ে এগিয়ে যাবে আবাল বৃদ্ধবনিতা। ভাষা শহীদদের প্রতি নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে ঢেকে যাবে শহীদ মিনারের বেদি। আজ একুশে ফেব্রæয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলা মায়ের বীর সন্তানেরা মাতৃভাষার সম্মান রক্ষার্থে আজ থেকে ৬৭ বছর আগে ১৯৫২ সালের এই দিনে বুকের রক্তে রঞ্জিত করেছিলেন ঢাকার রাজপথ। পৃথিবীর ইতিহাসে সৃষ্টি হয়েছিল মাতৃভাষার জন্য আত্মদানের অভূতপূর্ব নজির। মাতৃভাষার জন্য বাঙালির আত্মদানের এই অনন্য ঘটনা স্বীকৃত হয়েছে আন্তর্জাতিক ক্ষেত্রে। ১৯৯৯ সালে ইউনেসকো একুশে ফেব্রæয়ারিকে ঘোষণা করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আজ বাঙালির সঙ্গে সারা বিশ্বেই দিনটি পালিত হচ্ছে। বরাবরের মতোই এবারও নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে মাতৃভাষা দিবস উদযাপন চারদিন পূর্ব থেকে শুরু হয়েছে। গতকাল বুধবার বিকেল থেকে শহীদ মিনারে নানা অনুষ্ঠান হয়েছে। ১২টা ১ মিনিটে প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো শুরু হয়। একুশের প্রথম প্রহরে শহীদ মিনার চত্ত¡রে বিভাগীয় কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি, জেলা প্রশাসক ও জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ তেকে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তাই গত রাত ১০টার পর থেকে নগরীর কাকলি হল মোড় থেকে বরিশাল ক্লাব মোড় পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়। নগরীর বিভিন্ন এলাকা থেকে আসা সকল শ্রেনী পেশার মানুষ সাড়িবদ্ধ হয়ে দাড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর অপেক্ষা শুরু করে। তাদে কণ্ঠে ছিল চির অ¤øান সেই গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রæয়ারী’ আর হাতে ছিল পুস্পস্তবক। আজ সরকারি ছুটির দিন। সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। স্ব স্ব প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কেন্দ্রীয় শহীদ মিনারে আগমন ও পুষ্পস্তাবক অর্পণ, সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল প্রাঙ্গনে রক্তদান কর্মসূচি, শহীদ মিনার চত্ত¡রে বিকাল ৩টায় ভাষা আন্দোলনের বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিকাল ৪টায় শহীদ মিনারে দেশাত্ববোধক গান প্রতিযোগিতা ও সন্ধ্যা ৬টায় অশ্বিনী কুমার হলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হবে। এছাড়াও মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জেলখানা, সরকারি হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নতমানের খাবার সরবরাহ করা হবে। তাছাড়া আওয়ামী লীগ এবং বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানারে মাতৃভাষা দিবসের নানা কর্মসূচি রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT