3:52 pm , February 14, 2019
নিজস্ব প্রতিবেদক \ মেহেন্দিগঞ্জ চরপশ্চিম জাঙ্গালিয়া গ্রামে ধর্ষণে মামলার হুমকিতে খুকুমনি নামে এক যুবতীকে হত্যার অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত খুকুমনির মা ফরিদা বেগম। এতে তিনি বলেন, খুকুমনিকে ধর্মবোন ডেকে জাহাঙ্গির আলম সহ কয়েকজন তাদের বাড়িতে যাওয়া আসা করতো। এ সময় খুকুমনির সাথে ফয়সাল আকনের প্রেম হয়। প্রেমের সম্পর্কে তাদের মধ্যে শারীরিক সম্পর্কের কারনে খুকুমনি অন্তসত্বা হয়ে পড়ে। এ সময় খুকুমনি ফয়সালকে বিয়ের জন্য বললে সে অস্বিকার করে। এতে মামলা করলে সাহায্য সহযোগিতার আশ্বাস দিয়ে খুকুমনির সাথে শারীরিক মেলামেশা শুরু করে এবং বিয়ের কথা বলে জাহাঙ্গির। এতে খুকুমনি জাহাঙ্গিরের উপর দুর্বল হয়ে পড়লে তাকে বিয়ের জন্য জানায়। যার ধারাবাহিকতায় গত ৮ ফেব্রæয়ারী জাহাঙ্গির খুকুমনিকে তার বাড়িতে ডেকে নেয়। পরে তাকে হত্যা করে তার বাড়ি থেকে ৩ কিলোমিটার দূরে সুপারি বাগানের মধ্যে লাশ ফেলে দেয়। জাহাঙ্গিরের নামে এর পুর্বেও আরও দুইটি হত্যা মামলা রয়েছে। ফরিদা বেগম তার মেয়ে খুকুমনি হত্যার সুষ্ঠ তদন্ত ও হত্যা কারীর দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।