লালমোহনে মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজ অধ্যক্ষকে পিটিয়েছে দুই সন্ত্রাসী লালমোহনে মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজ অধ্যক্ষকে পিটিয়েছে দুই সন্ত্রাসী - ajkerparibartan.com
লালমোহনে মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজ অধ্যক্ষকে পিটিয়েছে দুই সন্ত্রাসী

3:51 pm , February 13, 2019

লালমোহন প্রতিবেদক \ লালমোহন গজারিয়া কলেজ চলাকালিন সময়ে মাদক সেবনে বাধা দেওয়ায় কলেজ অধ্যক্ষ ও অপর এক শিক্ষককে মারপিট করেছে দুই সন্ত্রাসী। বুধবার দুপুর ১টার দিকে কলেজ গেইটের সামনে এ ঘটনা ঘটে। এতে কলেজ অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন ও শিক্ষক জামাল আহত হয়।
জানা গেছে, গজারিয়া ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রী কলেজে বুধবার সকাল ১০টায় মোটরসাইকেল নিয়ে প্রবেশ করে মাদক সেবন করে সাবেক বহিস্কৃত ছাত্রলীগ নেতা রমজান মাতাব্বর ও তার সঙ্গি আল মাহিয়াল পায়েল। কলেজে বহিরাগত প্রবেশ ও মাদক সেবন দেখে কলেজ অধ্যক্ষ মোঃ ফরিদ উদ্দিন পিওন পাঠিয়ে তাদের কলেজ থেকে বের হয়ে যেতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে ১টার দিকে দুই সন্ত্রাসী কলেজ অধ্যক্ষকে গেইটের সামনে পেয়ে এলোপাথারি মারপিট করে। এসময় অধ্যক্ষকে বাঁচাতে গেলে কলেজের অপর শিক্ষক জামালকেও মারপিট করে দুই সন্ত্রাসী।
রমজান মাতাব্বর লালমোহন পশ্চিম চরউমেদ ইউনিয়নের (গজারিয়া বাজার) ৮নং ওয়ার্ডের মতিন মাতাব্বরের ছেলে ও পিয়াল ওসমানগঞ্জের খোকন ওসমানীর ছেলে। রমজান ১ বছর আগে ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেল খাটে। ওই সময় তাকে গজারিয়া ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয় বলে জানান ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি শাকিল বেপারী।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT