আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শনে সাধু সংঘের ৩ শতাধিক ভক্তবৃন্দ আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শনে সাধু সংঘের ৩ শতাধিক ভক্তবৃন্দ - ajkerparibartan.com
আগৈলঝাড়ায় মনসা মন্দির পরিদর্শনে সাধু সংঘের ৩ শতাধিক ভক্তবৃন্দ

3:25 pm , February 10, 2019

আগৈলঝাড়া প্রতিবেদক \ মধ্যযুগের মনসা মঙ্গল কাব্য গ্রন্থের রচয়িতা, বাংলা সাহিত্যের অমর কবি বিজয় গুপ্ত’র প্রতিষ্ঠিত ৫শ ২৪ বছরের পুরোনো মনসা মন্দির পরির্দশন করেছেন ফরিদপুর মানব সেবা সাধু সংঘের প্রায় ৩ শতাধিক ভক্তবৃন্দ। শুক্রবার দুপরে ফরিদপুর মানব সেবা সাধু সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবু প্রসাদ দাস এর নেতৃত্বে ভক্তবৃন্দ গৈলা মনসা মন্দির পরির্দশন করেন। এ সময় তারা উপজেলার গৈলা বাজার থেকে পথ শোভাযাত্রা নিয়ে মনসা মন্দির আঙ্গিনায় আসেন। পরে নগর পরিক্রমা, ধর্মীয় আলোচনা সভা ও মহা প্রসাদ বিতরণ শেষে ফরিদপুর মানব সেবা সাধু সংঘের পক্ষ থেকে গৈলা মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’কে উত্তরী ও রাধা গবিন্দের বিগ্রহ (প্রতিমা) এবং সাধারণ সম্পাদক দুলাল দাশগুপ্ত, সাংগঠনিক সম্পাদক ফনি ভ‚ষণ কর্মকার, কোষাধ্যক্ষ সুশান্ত কর্মকার, সদস্য প্রহলাদ দাস ও মনসা মন্দিরের পুরোহিত রবীন্দ্র নাথ চক্রবর্তীকে উত্তরী প্রদান করা হয়।
এ সময় ফরিদপুর মানব সেবা সাধু সংঘের সদস্য ডাঃ পংকজ কুমার দে, ডাঃ লক্ষী রাণী দে, শ্যামল কুমার সরকার, মুক্তিযোদ্ধা তপন বিশ্বাস, সাবেক ব্যাংকার মুকুন্দ বিশ্বাস ও ব্যবসায়ী সুশান্ত সাহাসহ তিন শতাধিক ভক্তবৃন্দ ও গৈলা মনসা মন্দির সংরক্ষন ও উন্নয়ন কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় ভক্তবৃন্দ উপস্থিত ছিল। ফরিদপুর মানব সেবা সাধু সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক শিবু প্রসাদ দাস বলেন, ৫শ ২৪ বছরের পুরোনো ঐতিহ্যবাহী কবি বিজয় গুপ্তের স্মৃতি বিজরিত এই মনসা মন্দিরসহ মন্দির আঙ্গিনায় কবি যে গাছের তলায় বসে মনসা মঙ্গল কাব্য রচনা করেছেন সেই সাইতান গাছ, সান বাঁধানো পুকুর ও নাট মন্দির পরিদর্শন করে আমরা ধন্য। এখানকার মন্দির কমিটির আতিথেয়তায় আমরা মুগ্ধ ও অভিভ‚ত। আমরা এই অঞ্চলের ভক্তবৃন্দের সুখ ও সমৃদ্ধি কামনা করি। বিশ্ব মানব শান্তি কামনায় ধর্ম প্রচারে আমরা এই মনসা মন্দিরের ইতিহাস ও ঐতিহ্য বিভিন্ন স্থানের ভক্তবৃন্দের কাছে তুলে ধরবো।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT