উজিরপুরে হামলায় ব্যবসায়ী আহত উজিরপুরে হামলায় ব্যবসায়ী আহত - ajkerparibartan.com
উজিরপুরে হামলায় ব্যবসায়ী আহত

3:21 pm , February 9, 2019

উজিরপুর প্রতিবেদক \ উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী কাওছার হাওলাদারকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। সে গুরুতর আহত অবস্থায় উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী বাদী হয়ে উজিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানাগেছে, উপজেলার মোড়াকাঠী গ্রামের নুরুল ইসলাম হাওলাদারের পূত্র ঢাকার ব্যবসায়ী কাওছার হাওলাদার বাড়িতে এলে শুক্রবার ৮ ফেব্রæয়ারী সকালে একই বাড়ির জুয়েল, বক্কার, এলাহী সহ ৫/৬ জন সন্ত্রাসীরা অতর্কিত ভাবে কাওছারের উপর হামলা করে। এসময় সে রক্তাক্ত জখম হলে স্থানীয় লোকজন তাকে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন, লিখিত অভিযোগ পেয়েছেন, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT