প্রকাশ্যে কলেজ ছাত্রীর উপর হামলা – প্রতিবাদে মানববন্ধন প্রকাশ্যে কলেজ ছাত্রীর উপর হামলা - প্রতিবাদে মানববন্ধন - ajkerparibartan.com
প্রকাশ্যে কলেজ ছাত্রীর উপর হামলা – প্রতিবাদে মানববন্ধন

3:29 pm , February 5, 2019

নিজস্ব প্রতিবেদক \ স্কাউট এর ড্রেস পরা অবস্থায় কলেজ ছাত্রীর উপর বাখাটের হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ছাত্রীর সহপাঠিরা। গতকাল মঙ্গলবার নগরীর হাসপাতাল রোডে অমৃত লাল দে কলেজের সামনে এই মানববন্ধন হয়। এর আগে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর প্রান কেন্দ্র চক বাজার এলাকায় ছাত্রী আশা রাণী দাসকে প্রকাশ্যে তালা দিয়ে পিটিয়ে আহত করে বখাটে সোহাগ। ঘটনার পর পরই স্থানীয় জনতা নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা বখাটে সোহাগকে ধরে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলাও হয়েছে। হামলার শিকার শিকারছাত্রী আশা রাণী দাস নগরীর চক বাজার এলাকার বাসিন্দা দীলিপ কুমার দাস এর মেয়ে এবং অমৃত লাল দে মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের একাদশ শ্রেণির ছাত্রী।
অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক বিকাশ কুমার হালদার জানান, বখাটে সোহাগ দীর্ঘ দিন ধরে আশা রাণীকে উত্যক্ত করে। এজন্য ইতিপূর্বে দু’বার ওই বখাটেকে পুলিশ আটক করেছিলো। তিনি বলেন, সোমবার কলেজে অনুষ্ঠান ছিলো। এজন্য আশা রাণী স্কাউটের ড্রেস পড়ে চক বাজার এলাকার তার বাসা থেকে কলেজের উদ্দেশ্যে রওনা হয়। তখন বখাটে সোহাগ ওই ছাত্রীর গতিরোধ করে প্রকাশ্যে বাইসাইকেলের তালা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। হামলার শিকার আশা রাণী দাস জ্ঞান হারিয়ে রাস্তায় লুটে পড়ে। এসময় স্থানীয়রা ছুটে এসে ওই ছাত্রীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে দেয়। তাছাড়া ঘটনাস্থল হতে বখাটে সোহাগকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কোতয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বলেন, সোহাগ নামের বখাটের বিরুদ্ধে কলেজ ছাত্রী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছে। তবে যতটুকু বোঝা যাচ্ছে ওই বখাটের মানসিক সমস্যা রয়েছে। তার পরেও আমরা ওকে আদালতের মাধ্যমে জেলে পাঠিয়েছি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT