কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা - ajkerparibartan.com
কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যা

3:16 pm , February 4, 2019

এসআর সোহেল নলছিটি ॥ নলছিটিতে কলেজ ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুরে উপজেলার বারইকরণ কাপুড়িয়া বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত বেনজির জাহান মুক্তার (১৯) ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। সে বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে আসে মুক্তা। তাঁর মোবাইল ফোনে কল করে বাড়ির বাইরে ডেকে নিয়ে দুর্বৃত্তরা এলোপাথারি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে কলেজ খেয়াঘাট এলাকায় তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পৌছে কলেজ ছাত্রীর মোবাইল ফোন থেকে উদ্ধার করে। নিহত বড় বোন রিফাত জাহান জানান, তার বোনের সাথে কলাপাড়া উপজেলার সোহাগ নামে এক যুবকের সাথে প্রেমের সর্ম্পক ছিল। মাঝে মাঝে ওই যুবকের আমাদের পরিবারের সাথে মোবাইলে কথা হত। মুক্তা কলেজ থেকে ফেরার পথে তার মোবাইল নিয়ে যায় সোহাগ। পরে ওই মোবাইল আনতে গিয়েই এই হত্যাকা- ঘটে। নলছিটি থানার উপপরিদর্শক (এসআই) মো. সোলায়মান জানান, নিহতের গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে সুরতহাল রিপোর্টে পাওয়া গেছে। ঝালকাঠি জেলার সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন, নলছিটি থানার ওসি মো. সাখাওয়াত হোসেন ও ওসি (তদন্ত) আব্দুল হালিম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT