১০ উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগের ৬৬ প্রার্থী ॥ সদরে পাঁচ হেভিওয়েট ১০ উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগের ৬৬ প্রার্থী ॥ সদরে পাঁচ হেভিওয়েট - ajkerparibartan.com
১০ উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগের ৬৬ প্রার্থী ॥ সদরে পাঁচ হেভিওয়েট

3:58 pm , January 29, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ শেষ হয়েছে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের আবেদন গ্রহণ কার্যক্রম। সে অনুযায়ী গত তিন দিনে বরিশাল সদরসহ ১০টি উপজেলায় ৩ পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ১৫৫ জন। যার মধ্যে শুধুমাত্র চেয়ারম্যান পদেই মনোনয়ন চেয়ে আবেদন করেছেন ৬৬ জন। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী হয়েছেন ৫ জন। এরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হক খান মামুন, চরকাউয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি, বিএম কলেজের সাবেক ভিপি আনোয়ার হোসাইন ও মোয়াজ্জেম হোসেন চুন্নু। আবেদনপত্র গ্রহণের দায়িত্বে থাকা বরিশাল জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকে কাইয়ুম খান কায়সার এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী গত ২৭ জানুয়ারি থেকে বরিশাল জেলার ১০টি উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আবেদপত্র গ্রহণ শুরু হয়। চেয়ারম্যান পদের জন্য ১০ হাজার টাকা এবং ভাইস চেয়ারম্যান পদের জন্য ৫ হাজার টাকার সাথে জীবন-বৃত্তান্ত ও ছবি সহ হস্তলেখা আবেদন গ্রহন করেন জেলা আওয়ামী লীগ। পূর্বের ঘোষনা অনুযায়ী গতকাল মঙ্গলবার আবেদন গ্রহনের শেষ দিন ছিলো। কাইয়ুম খান কায়সার বলেন, মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত ১৫৫ জন মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৬৬ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫২ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৭ জন আবেদন করেছেন। এর মধ্যে বরিশাল সদর উপজেলার তিনটি পদে আবেদনপত্র জমা হয়েছে ১৫টি। যার মধ্যে চেয়ারম্যান পদে ৫টি, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬টি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪টি। আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এবারের ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় দলীয় সমর্থনে এগিয়ে আছেন সমাজ সেবক মাহামুদুল হক খান মামুন। আওয়ামী লীগের হাইকমান্ড তাকে নিয়েই ভাবছেন। একজন ত্যাগী, পরিক্ষীত ও বিশ্বস্ত নেতা হিসেবে অপর চারজন মনোনয়ন প্রত্যাশীর থেকে এগিয়ে আছেন মাহমুদুল হক খান মামুন। তিনি শুধুমাত্র দলীয় মহলের আস্থাভাজন নন, বরং উপজেলার পর্যায়ের সাধারণ মানুষের কাছেও একজন গুণী সমাজ সেবক হিসেবে পরিচিত। এসব কারনেই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদরে মাহমুদুল হক খান মামুনের মনোনয়ন পাওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত।
বর্তমান চেয়ারম্যান আলহাজ্জ সাইদুর রহমান রিন্টুও ব্যাপক আলোচনায় রয়েছেন। নিজ অর্থায়নে উপজেলার বেশ কিছু উন্নয়ন কর্মকান্ডের কারণে নদীভাঙ্গন কবলিত অসহায় মানুষ সাইদুর রহমান রিন্টুর প্রতি সমর্থন জানিয়েছে। তবে কে পাবে মনোনয়ন সেটি নিশ্চিত হবে সেটি নির্ধারণ করবে দলের হাই কমান্ড।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT