মেহেন্দিগঞ্জের দুই ইউনিয়নে বিদ্যুতায়ন মেহেন্দিগঞ্জের দুই ইউনিয়নে বিদ্যুতায়ন - ajkerparibartan.com
মেহেন্দিগঞ্জের দুই ইউনিয়নে বিদ্যুতায়ন

3:16 pm , January 12, 2019

মেহেন্দিগঞ্জ প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ নদী বিচ্ছিন্ন দ্বীপ জাঙ্গালিয়া ও চরগোপালপুর ইউনিয়নে নতুন বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, নদী বিচ্ছিন্ন দ্বীপের প্রত্যেকটি ঘরে বিদ্যুতের আলো জ্বলবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি মোতাবেক একটি পরিবারও বিদ্যুতায়নের বাহিরে থাকবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ শতঃস্ফুতভাবে ভোট দিয়ে শেখ হাসিনা’র প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছেন। ১৯৭০ সনে বাংলাদেশের জনগণ যেভাবে বঙ্গবন্ধুর প্রতি আস্থা রেখেছিলেন তারাই প্রতিফলন ঘটিয়েছে জনগণ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে। যারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, এতিমের টাকা চুরি করেছে তাদের বিরুদ্ধে জনগণের ভোট বিপ্লব হয়েছে। এসময় সংসদ সদস্য তাকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্থরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেণ। গতকাল সকাল ১১টায় আমিরগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত নতুন বিদ্যুতায়ন ও শোকরানা দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সাধারন সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, শহীদ শাহ্, যুগ্ম-সম্পাদক ইদ্রিস বেপারী, আঃ জব্বার কানন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম জামাল মোল্লা, মোস্তাফিজুর রহমান রিপন, বরিশাল পল্লী বিদ্যুৎ-১ এর তত্বাবধায়ক প্রকৌশলী দিপংকর মন্ডল, জেনারেল ম্যানেজার শাহজাহান তালুকদার, এ.জি.এম প্রকৌশলী পারভেজ আলম, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন দেবনাথ, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন রাঢ়ী, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার, সাবেক ইউপি চেয়ারম্যান আমির হোসেন চৌকিদার সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। দুপুরে সংসদ সদস্য পংকজ নাথ মেহেন্দিগঞ্জ ষ্টীমারঘাট পৌছলে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হয়ে সংসদ সদস্যকে বরণ করে নেয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT