বাউফলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন বাউফলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন - ajkerparibartan.com
বাউফলে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

3:37 pm , January 10, 2019

বাউফল প্রতিবেদক ॥ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পটুয়াখালীর বাউফলে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা সদরের কুন্ডপট্টিস্থ পৌর আওয়ামীলীগ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকলীগ কেন্দ্রিয় কমিটির সদস্য এস এম ইউসুফ, উপজেলা সেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিপন, পৌর মেয়র এর একান্ত সচিব নাসির উদ্দিন আহম্মেদ, বাউফল ইউপির সাবেক চেয়ারম্যান এনামুল হক মামুন ও পৌর কাউন্সিলর বাবুল খান। এসময় বিভিন্ন সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT