3:28 pm , January 10, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীনতার স্থপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এ দিনে ফিরে না আসতো, তাহলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে থাকতো না। তিনি ফিরে আসায় আজ আমরা পেয়েছি তার কন্যা শেখ হাসিনার মতো প্রধানমন্ত্রী। যিনি নতুন প্রজন্মকে নিয়ে বাংলাদেশকে গড়ছেন সোনার বাংলা। বঙ্গবন্ধুর ৪৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অলোচনা সভায় এ কথা বলেছেন বক্তারা। গতকাল বৃহস্পতিবার দিনটি পালন উপলক্ষে নগরীর সদর রোডের সোহেল চত্বরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় এ সভা। এতে সভাপতিত্ব করেন মহানগর আ’লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি সৈয়দআনিছুর রহমান, মোহাম্মদ হোসেন চৌধুরী, মহানগরের সম্পাদক এ্যাড. একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগরের সহ-সভাপতি সাইদুর রহমান রিন্টু সহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে সকালে সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। পরে লীগের দলীয় কার্যালয়ের পাশে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠন।
এর মধ্যে সকালে বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বিসিসি’র ৩০টি ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। পরে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
জেলা আওয়ামী লীগের পক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিছুর রহমান, মোহাম্মদ হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পন করে জেলা ও মহানগর ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামীগ, যুব মহিলা লীগ, বরিশাল জেলা আইনজীবী সমিতি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।