3:10 pm , January 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ২৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার এ অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তাদের সহায়তা করেছে আমর্ড ব্যাটালিয়ন পুলিশ। তারা জানিয়েছে, ভেজাল বিরোধী অভিযানের আওতায় নগরীর লঞ্চঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখান থেকে চট্টগ্রাম মুসলিম হোটেল এন্ড রেস্তোরা, প্রিন্স হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং ও মায়ের দোয়াা হোটেল এন্ড রেস্টুরেন্টকে মোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এপিবিএন জানায়,গতকাল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ শোয়াইব মিয়া এবং এপিবিএন এর পরিদর্শক সুখেন চন্দ্র সরকার এ অভিযান পরিচালনা করেন।