মেঘনা নদীতে সুন্দরবনের ধাক্কায় এ্যাডভেঞ্চার লঞ্চের যাত্রী নিহত ॥ আহত ৭ মেঘনা নদীতে সুন্দরবনের ধাক্কায় এ্যাডভেঞ্চার লঞ্চের যাত্রী নিহত ॥ আহত ৭ - ajkerparibartan.com
মেঘনা নদীতে সুন্দরবনের ধাক্কায় এ্যাডভেঞ্চার লঞ্চের যাত্রী নিহত ॥ আহত ৭

3:07 pm , January 6, 2019

নিজস্ব প্রতিবেদক ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ এলাকাধিন মেঘনা নদীতে সুন্দরবন-৬ লঞ্চের ধাক্কায় এমভি এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৭ যাত্রী। শনিবার দিবাগত রাত দেড়টায় এই ঘটনায় নিহত লঞ্চ যাত্রী সাবিক পালোয়ান (২০) মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজ্জাক পালোয়ানের ছেলে এবং ঢাকার কেরানীগঞ্জের দর্জি শ্রমিক ছিলো। এদিকে লঞ্চ দুর্ঘটনায় হতাহতের ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষ। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের একজন করে প্রতিনিধিকে সদস্য করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য বলেছেন জেলা প্রশাসক। তাছাড়া নিহত ও আহত দু’জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে বরিশাল জেলা প্রশাসন কর্তৃপক্ষ। গতকাল রোববার বেলা ১২টার দিকে শেবাচিম হাসপাতালে গিয়ে নিহত ও আহত’র স্বজনদের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন বিভাগীয় কমিশনার রাম চন্দ্র দাস। বরিশাল-ঢাকা নৌ রুটের এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ রানা জানান, রাত ৯ টার দিকে যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর থেকে এ্যাডভেঞ্চার-৯ ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পানি কম থাকায় ডুবোচরে আটকে যাওয়ার আশংকায় মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনানদীর তীরে লঞ্চটি নোঙ্গর করে রাখা হয়। তিনি বলেন, রাত দেড়টার দিকে হঠাৎ করেই বরগুনা থেকে ঢাকাগামী সুন্দরবন-৬ নামের লঞ্চটি থামিয়ে রাখা এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাঝ বরাবর আছড়ে পড়ে। এতে এ্যাডভেঞ্চার লঞ্চের ডেকের যাত্রী সাকিব সহ ৭ জনের মত কম বেশি আহত হয়। রাতেই তাদের মধ্যে সাকিব ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার নুর মোহাম্মদের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা থেকে ছেড়ে আসা এ্যাডভেঞ্চার-১ লঞ্চে বরিশালে পাঠানো হয়। গতকাল রোববার ভোর ৫টার দিকে লঞ্চটি বরিশাল ঘাটে পৌছলে আহতদের (শেবাচিম) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসময় জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষনা করেন। তবে নূর মোহাম্মদকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগ বরিশালের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার বলেন, আহত যাত্রীরা সবাই এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির। হতাহত ছাড়াও সুন্দরবন লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে দুটি লঞ্চই রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। অপরদিকে বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, ঘটনাটি তদন্তের জন্য এডিএমকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। ঘন কুয়াশার কারনে নাকি অদক্ষতা ও ইচ্ছাকৃত ভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে বলা হয়েছে কমিটিকে। তদন্ত শেষে প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT