3:21 pm , January 2, 2019
বেতাগী প্রতিবেদক ॥ রূপালী ব্যাংক বেতাগী শাখার বার্ষিক সমাপানী-২০১৮ উপলক্ষে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পহেলা জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ব্যাংক কার্যালয়ে পটুয়াখালী জোনাল ব্যবস্থাপক মো. কুদ্দুস মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় মহাপরিচালক আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি বেতাগী উপজেলা পরিষদেও চেয়ারম্যান মো. শাহজাহান কবির, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব এবিএম গোলাম কবির, সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, বরিশাল জোনাল ব্যবস্থাপক উজ্জল কুমার দে, বেতাগী সরকারি কলেজের অধ্যক্ষ মো. নূরুল আমীন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মো. মিজানুর রহমান মজনু প্রমুখ।