6:07 pm , May 31, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে নগরীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় সার্কিট হাউজ থেকে র্যালী বের হয়। পরে ব্রাউন কস্পাউন্ড রোডের বিভাগীয় স্বাস্থ্য প্রশিক্ষন কেন্দ্র অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় “তামাক করে হৃদপিন্ডের ক্ষয়-স্বাস্থ্যকে ভালবাসি, তামাককে নয়”।
বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, ধূমপান বিরোধী টাস্কফোর্স কমিটি, স্বাস্থ্য ও পুলিশ বিভাগের সদস্যবৃন্দ অংশ নেন। আলোচনায় বক্তারা বলেন, ২০৪১ সালের মধ্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে তামাক মুক্ত করার ঘোষনা দিয়েছেন। এজন্য এখন থেকেই ধূমপানকে নিরুৎসাহিত করতে হবে। বক্তারা নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে প্রকাশ্যে ধূমপান, ধূমপানের প্রচারনা ও ধুমপান নিয়ন্ত্রন আইন ভঙ্গকারীদের শাস্তির আওতায় আনার দাবী জানান।