6:09 pm , May 30, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৭ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বিকেলে অশ্বিনী কুমার হলে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। মহানগর বিএনপি আয়োজিত এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় বিএনপির যুগ্ন মহাসচিব এ্যা.মজিবর রহমান সরোয়ার।
সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়দুল হক চান, মহানগর বিএনপির সহ সভাপতি মো ঃ মনিরুজ্জামান ফারুক, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, দক্ষিন জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহীন, বিএনপি নেতা এ্যাড.আলী হায়দার বাবুল, মহানগর যুবদলের সভাপতি এ্যাড.পারভেজ আকন বিপ্লব, মাসুদ হাসান মামুনসহ অন্যান্যরা। বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা ছিলেন, স্বাধীনতার ঘোষনা তার মাধ্যমেই এসেছিল একথা অস্বিকার করার কোন সুযোগ নেই । এ সময় বক্তারা জিয়াউর রহমানের শাসনামলের স্মৃতিচারন করে তার সাফল্য তুলে ধরেন।