শায়েস্তাবাদে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতি শায়েস্তাবাদে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতি - ajkerparibartan.com
শায়েস্তাবাদে আইনশৃংখলা বাহিনী পরিচয়ে ডাকাতি

6:27 pm , May 7, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর উপকন্ঠে শায়েস্তাবাদের একটি বাড়িতে ডাকাতি হয়েছে। রবিবার গভীর রাতে ইউনিয়নের জনতার হাট এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। ডাকাতির ঘটনার শিকার হাওলাদার বাড়ির সদস্য রাশেদুল হক জানান, জানালার গ্রীল ভেঙ্গে ৬ জনের একটি ডাকাত দল তার ঘরের মধ্যে প্রবেশ করে। এসময় নিজেদের আইনের লোক পরিচয় দিয়ে সকলকে ঘুম থেকে জাগিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে। এসময় স্টীলের আলমারির চাবি ও সকলের মোবাইল নিয়ে নেয়। পরে বাড়ির নির্মাণ কাজের জন্য ব্যাংক থেকে উত্তোলন করা দেড় লাখ টাকা ও প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে ডাকাতদল পালিয়ে যায়। পরে ডাক-চিৎকারে পাশ্বর্তী বাসিন্দারা তাদের উদ্ধার করে। ডাকাতির শিকার পরিবারের সদস্যরা আরো জানান, ৬ জন ডাকাতের মধ্যে ৩ জনের মুখ বাধা ছিলো। বাকি ৩ জনের মুখ খোলা ছিল। তাদের গ্রেপ্তার করা হলে শনাক্ত করা যাবে। বাড়ির নির্মাণ কাজের জন্য ১১ দিন পূর্বে ডাকাতি হওয়া টাকা উত্তোলন করা হয়েছিল। এতে আশেপাশের কেউ জানতে পেরে ডাকাত দলকে দিয়ে এ কাজ করাতে পারে বলে তাদের ধারণা। এদিকে ঘটনার পরে সকালে উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম রউফ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় আব্দুল হক হাওলাদার বাদী হয়ে কাউনিয়া থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT