6:45 pm , April 30, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে গনধর্ষন হওয়ার কথা স্বীকার এবং আসামিদের চিহ্নিত করে আদালতে জবানবন্দি দিয়েছে এইচএসসি পরিক্ষার্থী। গতকাল সোমবার অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দেয়া জবানবন্দিতে পরিক্ষার্থী উল্লেখ করে, ভোলার চরফ্যাশন উপজেলার আবু বক্করপুর গ্রামের মো. ফারুক এর ছেলে মো. ইমতিয়াজ সম্পর্কে তার মামতো ভাই হয়। এই সুবাদে চলতি বছরের এইচএসসি পরিক্ষার কৃষি ব্যবহারিক খাতা করার জন্য ইমতিয়াজের কাছে দেয়। খাতা জমা দেয়ার দিন নিকটে আসায় শুক্রবার সকালে ইমতিয়াজকে ফোন করে। এ সময় ইমতিয়াজের ফোন বন্ধ থাকায় সে তার মেসে চলে আসে। ধর্ষিতা পরিক্ষার্থী আরো উল্লেখ করে, পরে মেস থেকে ব্যবহারিক খাতা নিয়ে বের হয়। তখন বিএম কলেজের প্রথম গেট সংলগ্ন মল্লিক প্লাজার বাসিন্দা মৃত বাবুল মল্লিকের ছেলে মো. রায়হান মল্লিক রাব্বি ও একই এলাকাধীন তালভিটা’র মিলন এর বাড়ির ভাড়াটিয়া মৃত ইসমাইল শেখ এর ছেলে মো. মানিক শেখ তার পথরোধ করে। একই সাথে তার ও ইমতিয়াজের হাতে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয় মানিক। এ সময় রাব্বি তাকে হুমকি দিয়ে রিকশাযোগে মথুরানাথ পাবলিক স্কুল সড়কের সজিবের মেসে নিয়ে ধর্ষন করে। এর কিছুক্ষন পরে মানিকও ওই কক্ষে আসে এবং তাকে ধর্ষন করে। তার দেয়া জবানবন্দি ২২ ধারায় নথিভুক্ত করেন আদালতের বিচারক মো. মারুফ আহমেদ। জবানবন্দি গ্রহন শেষে পরিক্ষার্থীকে তার পরিবারের জিম্মায় দেয়া হয়।
উল্লেখ্য, শুক্রবার এই গনধর্ষনের ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে ৪ জনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা করে। পরে নগরীর বিভিন্ন স্থান থেকে ওই দিনই তাদের আটক করে আদালতে সোপর্দ করলে শনিবার ধর্ষকদ্বয়সহ তিন জন আদালতের কাছে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেয়।