গলাচিপায় আনসার ও ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত গলাচিপায় আনসার ও ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত - ajkerparibartan.com
গলাচিপায় আনসার ও ভিডিপির ব্রিফিং অনুষ্ঠিত

3:08 pm , December 26, 2018

গলাচিপা প্রতিবেদক ॥ পটুয়াখালী-৩ আসনে নির্বাচনী দায়িত্ব পালন করার লক্ষ্যে নির্বাচনী ব্যবস্থাপনা “শান্তি-শৃঙ্খলা- উন্নয়ন- নিরাপত্তায় সর্বত্র আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আনসার – ভিডিপির ভূমিকা ও কর্তব্য শীর্ষক ব্রিফিং অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১২ টায় উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে অনুষ্ঠিত মো.জুয়েল রানা ও মো. ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো. মাহবুবুর রহমান, পটুয়াখালী জেলা পরিচালক ৩৪ আনসার ব্যাটালিয়ন গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড (অতিঃ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহ্ মো. রফিকুল ইসলাম, সহকারী রিটার্নিং অফিসার ও গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার। মো. হাফিজুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার গলাচিপা। মো. হুমায়ুন কবির, ওসি তদন্ত গলাচিপা থানা। মো. চুন্নু মিয়া, উপজেলা আনসার ও ভিডিপি কমান্ডার গলাচিপা উপজেলা। এ সময় প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, আপনাদের উপর জাতির অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের অর্পিত দায়িত্ব আপনারা সঠিক দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। আপনারা প্রিজাইডিং অফিসার ও পুলিশ সদস্যদের কমান্ড মেনে চলবেন। ৩১ শে ডিসেম্বর পর্যন্ত শান্তি শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এখানে উল্লেখ্য গলাচিপা উপজেলায় মোট ৭৮ টি ভোট কেন্দ্র রয়েছে। প্রতিটি ভোট কেন্দ্রে ৮ জন পুরুষ ও ৪ জন মহিলা আনসার ও ভিডিপি মোতায়েন থাকবে। এ সময় মোট ৯৩৬ জন আনসার ও ভিডিপি উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT