আজ পৌঁছবে ব্যালট পেপার আজ পৌঁছবে ব্যালট পেপার - ajkerparibartan.com
আজ পৌঁছবে ব্যালট পেপার

3:03 pm , December 26, 2018

মর্তুজা জুয়েল ॥ আগামী ৩০ ডিসেম্বর জেলার ৬টি আসনে ভোট গ্রহণের লক্ষ্যে আজ উপজেলা পর্যায়ে পাঠানো হবে প্রয়োজনীয় সংখ্যক ব্যালট পেপার। আঞ্চলিক নির্বাচন কমিশন কার্য্যালয় থেকে বেলা ১১ টার দিকে এ ব্যালট পেপার সরবরাহ শুরু করা হবে। প্রথমে প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পেপার পাঠানো হবে। পরে তা উপজেলা নির্বাচন কার্য্যালয় থেকে প্রতি কেন্দ্রে পৌঁছে পাঠিয়ে দেয়া হবে। বরিশাল আঞ্চলিক নির্বাচন কমিশন কার্য্যালয় থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে উপজেলা নির্বাচন কর্মকর্তাগণ ব্যালট পেপার গ্রহন করেছেন। এদিকে ব্যালট পেপার সরবরাহ করার লক্ষ্যে গতকাল দুপুরে রাজধানী ঢাকার বাংলাদেশ গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস (বিজি প্রেস) থেকে ব্যালট পেপার বোঝাই গাড়ি বরিশালের উদ্দেশ্যে ছেড়ে এসেছে । গতকাল মধ্যরাতে তা নির্বাচন কমিশন কার্য্যালয়ে পৌঁছানোর কথা রয়েছে। ব্যালট পেপারের সাথে প্রিসাইডিং কর্মকর্তা, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তাসহ ভোটগ্রহনে নিয়োজিতদের পরিচয়পত্র, নির্দেশিকা, ফরম ও প্যাকেট বিজি প্রেস থেকে সরবরাহ করা হবে। সবকিছু ঠিক থাকলে বেলা আজ ১১ টার পর থেকে অঅঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্য্যালয় থেকে উপজেলাগুলোতে ব্যালট পেপার সরবরাহ কার্যক্রম শুরু করবে সংশ্লিষ্ট কর্মকর্তারা । এদিকে ভোট গ্রহণের লক্ষ্যে স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সিল-গালা সহ অন্যান্য সরঞ্জাম ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে উপজেলা নির্বাচন কার্য্যালয়ে পৌঁছানো হয়েছে। এ সকল সরঞ্জাম নির্বাচন অফিস স্থানীয়ভাবে সংগ্রহ করে তা সরবরাহ করেছে। জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা মোঃ নুরূল আলম জানান, ভোট গ্রহণের লক্ষ্যে পূর্ব নির্ধারিত ৮০৫টি কেন্দ্র প্রস্তুত রয়েছে। কেন্দ্রগুলোতে ভোট গ্রহনের লক্ষ্যে আগামীকালের মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে। শুধুমাত্র এর পরের দিন (২৯ ডিসেম্বর) কেন্দ্রে ব্যালট পৌছে দেয়া হবে। এদিকে নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠানের লক্ষ্যে গঠিত বিভাগীয় ও জেলা নির্বাচন সমন্বয় কমিটির দুটি পৃথক সভা গতকাল অনুষ্ঠিত হয়। বিভাগীয় সমন্বয় কমিটির সভাটি সকাল ১০টায় বিভাগী কমিশনারের কার্য্যালয়ে এবং বিকেল ৪টায় জেলা প্রশাসক কার্য্যালয়ের সভাকক্ষে জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও বিভাগীয় প্রশাসন, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্য্যালয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । সভায় যানবাহন চলাচল শিথীলকরন, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT