ওনারা কি খালি মাঠে নির্বাচন করতে চাইছে -সরোয়ার ওনারা কি খালি মাঠে নির্বাচন করতে চাইছে -সরোয়ার - ajkerparibartan.com
ওনারা কি খালি মাঠে নির্বাচন করতে চাইছে -সরোয়ার

3:38 pm , December 25, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ আসনের বিএনপির প্রার্থী এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ভোটের মালিক জনগন আওয়ামী লীগ তা মনে করে না। তারা জনগনকে ভোটের মাঠের বাহিরে রেখে নির্বাচন করার চিন্তা করছে। তারা পুলিশ ব্যবহার করে আমাদের নেতা-কর্মীদের দিনে রাতে দু বেলায় গন গ্রেপ্তার করছে। গতকাল মঙ্গলবার গনসংযোগ ও লিফলেট বিতরন কালে গনমাধ্যম কর্মীদেরকে এ কথা বলেন। তিনি এ সময় আরো বলেন, ভোটের মাঠে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সাহস নেই বলেই তারা আমাদের প্রচার-প্রচারনায় হামলা করে ভাংচুর করছে। পুলিশ দিয়ে আমাদের শতাধিক নেতা-কর্মীদের গ্রেপ্তার করিয়েছে। প্রতিপক্ষ মাঠে না থাকলে ওনারা কি খালি মাঠে নির্বাচন করতে চাইছে। সরোয়ার বলেন বরিশালে সেনাবাহিনী আসার সাথে সাথে আমাদের উপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে।
দেশের মানুষ এখনো বিশ্বাস করে মাঠে সেনাবাহিনী ঠিকমত দায়িত্ব পালন করলে অন্তত সাধারন মানুষ তাদের ভোটটি দিতে পারবেন। আমরা সেনাবাহিনীকে কোনভাবেই কলংকিত করতে চাই না। তিনি নির্বাচনী প্রচারনার শেষ মূহুর্তের এসে একা একা নগরীর বিসিক, টেক্সটাইল, কাউনিয়া খ্রীস্টান কলোনীতে গনসংযোগ করেন। এ সময় সরোয়ার সদ্য বাংলাদেশী নাগরিকত্ব পাওয়া লুসি হল্ট সহ কলোনীর সকলের কাছে ধানের শীর্ষে ভোট দেয়ার প্রার্থনা করেন। বিকালে আইনজীবী সমিতিতে আইনজীবীদের সাথে মত বিনিময় করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT