ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ - ajkerparibartan.com
ধেয়ে আসছে তীব্র শৈত্যপ্রবাহ

3:14 pm , December 19, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝর ‘ফেথাই’ এর প্রভাবে সারাদেশ এর ন্যায় বরিশালে শীতের প্রকোপ অব্যাহত রয়েছে। বিগত দুদিন থেকে সূর্যের মুখ দেখা যায়নি। এর সাথে বৃষ্টিপাত, হালকা থেকে মাঝারি কুয়াশা এবং বায়ূ প্রবাহ তাপমাত্রা হ্রাস করেছে অনেকটা। তবে ঘূর্ণিঝর ‘ফেথাই’ চলে গ্যাছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস বরিশাল এর সূত্র। তাই চলমান এই মেঘাচ্ছন্ন আবহাওয়া পরিস্কার হয়ে যাবে বলেও জানা গেছে। তবে আবহাওয়ার দৃশ্যমানতা স্বাভাবিক হলেও আজ ২০ ডিসেম্বর এর পর থেকে শৈত প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে যা আগামি এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে এবং বরিশাল সহ দক্ষিনাঞ্চলের তাপমাত্রা হ্রাস পেয়ে ১০ ডিগ্রী সেলসিয়াস এর নিচে চলে আসতে পারে। এছারা ঘূর্ণিঝড় ‘ফেথাই’ এর প্রভাব কেটে গেলেও আবারও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানান বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার।
সিনিয়র পর্যবেক্ষক মো. মিলন হাওলাদার পরিবর্তনকে জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘ফেথাই’ চলে গেলেও এর প্রভাবে গতকাল বুধবারও সারাদেশের ন্যায় বরিশাল তথা দক্ষিনাঞ্চলের কোথাও কোথাও বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে দেখা গেছে। বৃষ্টিপাত এবং কুয়াশা বৃদ্ধির সঙ্গে রাতের তাপমাত্রা কমে সর্বনি¤œ ১৬ ডিগ্রি সেলসিয়াস এ ছিলো। যা রাতে এবং আজ সকালে ১২ ডিগ্রি সেলসিয়াস এ নেমে যেতে পারে। আবহাওয়া অফিস বলছে, আগামী দুইদিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এই সময়ে সামান্য পরিবর্তন হতে পারে। রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। বরিশালে মঙ্গলবার ২৪ ঘণ্টায় ৪ মিলিমিটার বৃস্টি রেকর্ড করা হয়েছে। গতকাল বৃস্টি না হলেও মেঘাচ্ছন্ন আবহাওয়ার কারনে পরশু দিনের তুলনায় তাপমাত্রা আরও কমেছে ২ ডিগ্রি সেলসিয়াস। যা বর্তমানে অব্যাহত আছে। ঘূর্ণিঝড় এর প্রভাব কেটে যাওয়ায় মেঘাচ্ছন্ন এই আবহাওয়া স্বাভাবিক হলেও দুই এক দিনের মধ্যেই শৈত প্রবাহ শুরু হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক। তিনি জানান, বর্তমানে আবহাওয়া স্বাভাবিক এর দিকে যাচ্ছে। আবহাওয়ার মেঘাচ্ছন্ন দৃশ্যতায় শীতের অনুবুতি বেড়েছে জানান তিনি। শীগ্রই রোদের দেখা মিললেও ধেয়ে আসছে শৈত প্রবাহ। এই শৈত প্রবাহ দক্ষিনাঞ্চলের জনপদে শীতের তিব্রতা প্রচন্ড পরিমানে বাড়িয়ে তুলবে। আগামী এক সপ্তাহে শৈত প্রবাহের কারনে তাপমাত্রা হ্্রাস পেয়ে ১০ ডিগ্রী সেলসিয়াস এর নিচে নেমে যেতে পারে। এছারা ভোর এবং রাতে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে গত দুদিনের শীতে জনজীবন কেপে উঠেছে। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওয়ায় শিশু এবং বৃদ্ধরা বিপাকে পড়েছে। প্রচন্ড শীতে খুব ভোরে এবং রাত বাড়ার সাথে সাথে নগরীতে পথচারি সহ সাধারনের সংখ্যা কমতে দেখা গেছে। বেড়েছে ঠান্ডা জনিত রোগের প্রভাব। বিশেষ করে খেটে খাওয়া মানুষকে শীতের প্রভাবে বেশি ভোগান্তিতে পড়তে দেখা গেছে। তবে শীত বাড়ায় নগরীর নতুন পুরাতন শীতবস্ত্র বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে। গত দুদিনে এবছরের এ পর্যন্ত সর্বোচ্চ বিক্রয় করেছে তারা। নগরীর মহসিন ও সিটি মার্কেট ঘুরে বিক্রেতাদের তথ্যে এমনটাই জানা গেছে।
আবহাওয়া অফিসের সূত্র মতে আগামী এক সপ্তাহে তাপমাত্রার তথ্যে জানাযায়, গতকাল বুধবার সর্বোচ্চ তাপমাত্র ছিলো সর্বোচ্চ ২৬ ডিগ্রি এবং সর্বনি¤œ ১৫ ডিগ্রি সেলসিয়াস, আজ বৃহস্পতিবার থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ ২৬ ডিগ্রি এবং সর্বনি¤œ ১৪ ডিগ্রি সেলসিয়াস, আগামীকাল শুক্রবার সর্বোচ্চ ২৬ ডিগ্রি এবং সর্বনি¤œ ১৪ ডিগ্রি সেলসিয়াস, শনিবার সর্বোচ্চ ২৬ ডিগ্রি এবং সর্বনি¤œ ১৫ ডিগ্রি সেলসিয়াস, রবিবার সর্বোচ্চ ২৭ ডিগ্রি এবং সর্বনি¤œ ১৪ ডিগ্রি সেলসিয়াস, সোমবার সর্বোচ্চ ২৭ ডিগ্রি এবং সর্বনি¤œ ১৫ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সর্বোচ্চ ডিগ্রি ২৭ এবং সর্বনি¤œ ১৩ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার সর্বোচ্চ ২৯ ডিগ্রি এবং সর্বনি¤œ ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT