নতুন প্রজন্মকে তাদের অধিকার বজায় রাখার জন্য লড়াই করতে হবে -আনোয়ার হোসেন মঞ্জু নতুন প্রজন্মকে তাদের অধিকার বজায় রাখার জন্য লড়াই করতে হবে -আনোয়ার হোসেন মঞ্জু - ajkerparibartan.com
নতুন প্রজন্মকে তাদের অধিকার বজায় রাখার জন্য লড়াই করতে হবে -আনোয়ার হোসেন মঞ্জু

3:32 pm , December 15, 2018

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান, ঘুষ-দুর্নীতিবিহীন চাকুরী লাভ তথা অভাব ও বৈষম্য দূর করতে মানুষকে প্রতিবাদ করতে হবে, রুখে দাড়াতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা অবকাঠামোগত উন্নয়ন করতে সক্ষম হয়েছি। মানুষের ভাগ্য উন্নয়ন ঘটতো না, গ্রাম পর্যায়ে রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ইত্যাদি অবকাঠামো তৈরী হতো না। আমরা রক্ত দিয়েছি স্বাধীনতার জন্য, নতুন প্রজন্ম তাদের অধিকার বজায় রাখার জন্য, লড়াই করবে, রক্ত দেবে। মানুষকে অধিকার সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি গতকাল শুক্রবার রাতে পিরোজপুর জেলার কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের তালুকদার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পানি সম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন আরও বলেন, ৩২/৩৩ বছর আগে আমি যখন এ এলাকায় প্রথম আসি তখন নৌকায় করে, স্পীড বোটে করে চলাফেরা করতে হতো। এখন এলাকায় অনেক রাস্তা-ঘাট হয়েছে। মানুষ যদি শান্তিতে না থাকে, স্বস্তিতে না থাকে তাহলে এ উন্নয়ন মূল্যহীন। আমি যখন শুধু এমপি ছিলাম অন্যদল ক্ষমতায় ছিল তখন আমাদের এলাকার পাওনা ও হিস্যা থেকে বঞ্চিত করা হতো। আমরা এর প্রতিবাদ করেছি। আমাদের প্রধানমন্ত্রীর নিবিড় কাজ দেখে আমি অবাক হয়ে যায়। তিনি কিভাবে দেশের স্বাধীনতা রক্ষার জন্য মানুষের শান্তির জন্য নিরবচ্ছিন্নভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আসন্ন নির্বাচনে আমাদের প্রচেষ্টা থাকবে যাতে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে পারি। শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিকদার দেলোয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা জাতীয় পার্টি-জেপি’র সভাপতি মাহবুবুর রহমান খান, সাবেক সভাপতি এডভোকেট আব্দুল শহীদ, জেপি’র উপজেলা সাধারণ সম্পাদক শাহ আলম নসু, কাউখালী ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিল্টন, সয়না-রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান আবু সাঈদ মনু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ মোহাম্মদ কাইয়ুম, জাকির হোসেন দুলাল, এডভোকেট আব্দুল আউয়াল, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুলীন কুন্ড, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাফিজুর রশীদ তারিক, মহিলা আওয়ামী লীগের উপজেলা সভানেত্রী রেবেকা শাহীন চৈতী, শিয়ালকাঠি ইউনিয়ন জেপি’র সভাপতি হেমায়েত উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহমেদ সুমন প্রমুখ। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম তালুকদার উজ্জল, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপি’র যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, কেন্দ্রীয় জেপি নেতা ইউসুফ আলী আকন, জেপি’র কেন্দ্রীয় প্রচার সম্পাদক হুমায়ুন কবির তালকুদার রাজু, কাউখালীর চিড়াপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদ খান খোকন, আমড়াজুড়ি ইউপি চেয়ারম্যান শামসুদ্দোহা চাঁদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক কাজী মাসুদ ইকবাল, যুব সংহতির কেন্দ্রীয় নেতা মঞ্জুরুল মাহফুজ পায়েল প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT