3:24 pm , December 14, 2018

মোঃ সাইফুল ইসলাম, বাবুগঞ্জ ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপি মনোনিত প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীন। তিনি বলেন সাধারণ মানুষ অন্তরে ধানের শীষ প্রতীক গেঁথে রেখেছেন। যার প্রতিফল আগামী ৩০ ডিসেম্বর ঘটাতে চান সাধারন মানুষ। তাই তিনি সকলকে শহীদ জিয়ার প্রতীক ধানের শীষে ভোট দিয়ে বিজয় করার আহ্বান জানান। তিনি গতকাল শুক্রবার বাবুগঞ্জের মীরগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে গনসংযোগের সূচনালগ্নে পথসভায় এ সব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহম্মেদ খান, বিএনপির সভাপতি ইসরত হোসেন কচি, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, বিএনপির সাধারণ সম্পাদক অহেদুল ইসলাম প্রিন্স, সিনিয়র সহ-সভাপতি আঃ করিম হাওলাদার, মোঃ সরোয়ার মাহামুদ শিকাদর, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, বিএনপির যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন স্বপন, যুবদল সভাপতি মোঃ আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মোহসিন আলম, শ্রমীক দল সভাপতি ফরিদ হোসেন, ছাত্রদল সাবেক সভাপতি এ্যাডভোকেট মিজানুর রহমান শামিম, সভাপতি দুলাল চন্দ্র সাহা, বিএনপি নেতা কাজী বেলায়েত হোসেন, জামাল হোসেন পুতুল, হেমাঙ্গীর শিকদার, ছাত্রদল নেতা নাসির উদ্দিন, আজিজুল হক, আতিকুর রহমান আল-আমিন,মাসুম রেজা রুবেল, রফিকুল ইসলাম রফিল, ইমরান, মাইন উদ্দিন, মিন্টু প্রমূখ।