3:11 pm , November 26, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল-৫ আসনে দলীয় মনোনয়ন নিয়ে আজ নগরীতে আসছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব) জাহিদ ফারুক শামীম। গ্রীনলাইন ওয়াটারবাসে তিনি দুপুরে নগরীতে এসে পৌছুবেন। নগরীতে এসে পৌছুলে তাকে সংবর্ধনা দেয়া হবে। জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেবেন মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহ। এর আগে গতকাল সোমবার ঢাকায় ন্যাম ভবনে মেয়র সাদিক আবদুল্লাহর সাথে দীর্ঘক্ষন রুদ্ধদ্বার বৈঠক করেন সদর আসনের মহাজোট প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম। এরপর ঢাকার ধানমন্ডিতে দলীয় কার্যালয়ের সামনে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। এ তথ্যর সত্যতা নিশ্চিত করে কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম জানান, সকালে গ্রীন লাইন ওয়াটার বাসে তিনি রওনা দেবেন। দুপুরে পৌছুলে তাকে সংবর্ধনাও দেয়া হবে।