3:15 pm , November 22, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ সদর রোডের বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী সৈয়দ মো. কাইয়ুম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার বিকেলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি মা, স্ত্রী ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার রাতেই সদর রোডের বায়তুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে বাদ এশা জানাযা নামাজ শেষে মুসলিম গোরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন দৈনিক আজকের পরিবর্তন সম্পাদক কাজী মিরাজ, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আকতারুজ্জামান গাজী হিরু, জাতীয় আইনজীবী ঐক্য ফোরামের জেলা সভাপতি এড. আলী হায়দার বাবুল প্রমুখ। উল্লেখ্য, মরহুম সৈয়দ মো. কাইয়ুম কণিকা ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী সৈয়দ কায়েসের বড় ভাই।