3:19 pm , November 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নিউ ভাটিখানা এলাকা থেকে তানজিল খান (১১) নামে এক মানসিক প্রতিবন্ধী শিশু হারানো গেছে। গত ২৫ অক্টোবর বিকাল সাড়ে ৪টায় কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যায়। পরে বাসায় না ফিরলে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তাকে না পাওয়া গেলে ৩০ অক্টোবর কাউনিয়া থানায় একটি জিডি করা হয়, যার নং-১৩৩৩। তানজিলের উচ্চতা ৩ ফুট ৯ ইঞ্চি, গায়ের রং ফরসা, মুখমন্ডল লম্বাটে। হারানোর সময় তার পরণে নীল রঙের গেঞ্জি ও কালো হাফ প্যান্ট ছিলো। কোন স্বহৃদয়বান ব্যক্তি তার খোজ পেয়ে থাকলে নগরীর ভাটিখানা আকতারুন্নেছা স্কুল সড়কের চরমোনাই লজে পৌছে দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও ০১৭৩৩৮৯৬৪৯৫ ও ০১৭৯৩৫৪৮৬৬০ নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।