বরিশাল-৫ আসনে এ্যাড সরোয়ারের মনোনয়ন জমা, সংগ্রহ করেছেন এ্যাড আলাল বরিশাল-৫ আসনে এ্যাড সরোয়ারের মনোনয়ন জমা, সংগ্রহ করেছেন এ্যাড আলাল - ajkerparibartan.com
বরিশাল-৫ আসনে এ্যাড সরোয়ারের মনোনয়ন জমা, সংগ্রহ করেছেন এ্যাড আলাল

3:36 pm , November 15, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল বিভাগের ৬ জেলার ২১ আসনে দলীয় প্রার্থীর হওয়ার দৌড়ে বিএনপির ৪৫ নেতা মনোনয়ন পত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনয়ন বিতরনের চতুর্থ দিনে ওই নেতারা জমা দিয়েছেন। এছাড়াও গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বরিশাল-৫ আসনে এ্যাড. মোয়াজ্জেম হোসাইন আলাল এবং বরিশাল ৪ আসনে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানসহ ২২ নেতা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানান ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাছরিন। তিনি জানান, বরিশাল ৫ আসনের জন্য মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির যুগ্ন মহাসচিব মজিবর রহমান সরোয়ার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড.বিলকিস জাহান শিরিন, মহানগর বিএননপির সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড.আবুল কালাম শাহীন, বরগুনা ২ আসনে নুরুল ইসলাম মনিসহ ৪৫ নেতা।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT