জেলার ৬ আসনে মনোনয়ন পত্র কিনলেন যারা জেলার ৬ আসনে মনোনয়ন পত্র কিনলেন যারা - ajkerparibartan.com
জেলার ৬ আসনে মনোনয়ন পত্র কিনলেন যারা

3:11 pm , November 9, 2018

খান রুবেল ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দক্ষিণের মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগ নেতারা ভীড় সমাচ্ছে দলীয় কার্যালয়ে। শুক্রবার মনোনয়ন ফরম বিতরণ শুরুর প্রথম দিনেই ২১টি আসনে একাধিক নেতা ফরম কিনেছেন। তবে আজ দ্বিতীয় দিন ও আগামীকাল বরিশালের ৬টি সহ বিভাগে আওয়ামী লীগের সাংসদরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। অবশ্য আগামী ২৩ ডিসেম্বর ভোট গ্রহনের দিন রেখে নির্বাচনের তফসিল ঘোষনা হলেও সিদ্ধান্তে পৌছতে পারেনি বিএনপি। যে কারনে মনোনয়ন প্রত্যাশীদের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির সময়ও নির্ধারন হয়নি। তবে ফরম সংগ্রহনের জন্য মনোনয়ন প্রত্যাশীরা প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা নেতারা। এদিকে প্রথম দিনেই বরিশাল সদর-৫ আসনে চারজন ও বরিশাল-৪ আসনে ৩ জন মনোনয়ন প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন বলে খবর পাওয়া গেছে। যার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফরম সংগ্রহের মধ্যে দিয়ে কার্যক্রমের উদ্বোধনের কয়েক মিনিটের মাথায় বরিশাল সদর আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর পক্ষে মনোনয়ন ফরম ক্রয় করা হয়েছে। গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর পক্ষে তার জুনিয়র সুপ্রিম কোর্টের আইনজীবী সজিব সহ অন্যান্য সহকর্মীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সম্ভাব্য প্রার্থীদের দলীয় জন্য তিন দিনের মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি। আগামী ১১ নভেম্বর পর্যন্ত এই কার্যক্রম চলবে। সকাল ১০ টাকায় গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়ন সংগ্রহের মধ্যে দিয়ে ফরম বিক্রি কার্যক্রম উদ্বোধন হয়। এরপর মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মন্ত্রী ওবায়েদুল কাদের।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সূত্রে জানাগেছে, মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে বরিশালের ৬টি আসন থেকে একাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে সদর আসনে মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী’র মনোনয়ন ফরম সংগ্রহ হয়েছে সবার আগে। এর পর বেলা ১২টায় মহানগর আওয়ামী লীগের সাবেক সদস্য মশিউর রহমান খান, দুপুর দেড়টার দিকে মনোনয়ন সংগ্রহ করেছেন আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আরিফিন মোল্লা ও এসআর সমাজ কল্যান সংস্থার উদ্যোক্তা ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন রিপন। এদের মধ্যে গোলাম আব্বাস চৌধুরী দুলাল এর পক্ষ্যে তার সহকারীরা ফরম সংগ্রহ করলেও অন্য তিন মনোনয়ন প্রত্যাশীরা উপস্থিত থেকেই মনোনয়ন ক্রয় করেছেন। এসময় তাদের স্থানীয় পর্যায়ের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিকাল সাড়ে ৪টায় ধানমন্ডি-৩ থেকে বরিশাল-৪ সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট আফজালুল করিম। এসময় তার সাথে ঢাকাস্থ হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের ভোটাররা উপস্থিত ছিলেন। এ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী মেজর (অব:) মহসিন সিকদার সহ দু’জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলে খবর পাওয়া গেছে।
অপরদিকে খোঁজ নিয়ে যানাগেছে, বরিশালের সংসদিয় ৬টি আসনের ৪টিতে থাকা আওয়ামী লীগের বর্তমান এমপিরা কেউ প্রথম দিন মনোনয়নপত্র সংগ্রহ করেনি। এমনকি আলোচনায় থাকা মনোনয়ন প্রত্যাশীরাও ফরম সংগ্রহ করেনি। আজ শনিবার বা আগামিকাল রোববার মনোনয়নপত্র বিক্রির শেষ দিনে ফরম সংগ্রহ করবেন।
বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদীয়-২ আসনের বর্তমান এমপি এ্যাড. তালুকদার মো. ইউনুস বলেন, তিনি এখনো মনোনয়নপত্র সংগ্রহ করেননি। শনিবার তিনি তার মনোনয়নপত্র সংগ্র করবেন। তাছাড়া বরিশাল-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র মনোনয়পত্র সংগ্রহ করেননি। বরিশাল সদর-৫ আসনের এমপি জেবুন্নেছা আফরোজ আজ মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। মনোনয়পত্র সংগ্রহ করেননি বরিশাল-৪ আসনের এমপি ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ।
এছাড়াও আজ বরিশাল-৫ আসনে বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহাবুব উদ্দিন আহমেদ-বীর বিক্রম ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করবেন বলে জানিয়েছেন। এদিকে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন বলেন, নির্বাচনের জন্য বিএনপি প্রস্তুত। তবে নির্বাচনের বিষয়ে দল চূড়ান্ত প্রস্তুতি নেয়নি। যে কারনে কবে নাগাদ মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে সে বিষয়েও কোন আলোচনা হয়নি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT