6:14 pm , September 20, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালবাসীর মন জয়করা জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান এর পদোন্নতি হয়েছে। তিনি উপ-সচিব পদমর্যাদা থেকে বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এর পদমর্যাদা লাভ করেছেন। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আর্দেশক্রমে এই পদোন্নতি প্রদান করা হয়। ১৪৯ জন কর্মকর্তার মধ্যে ৭৬ নম্বর সিরিয়ালে বরিশাল জেলা প্রশাসককে পদোন্নতি দেয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমানের এই পদোন্নতি হলেও তিনি আপাতত বরিশাল জেলার প্রশাসক হিসেবেই কর্মরত থাকবেন। প্রসঙ্গত, জেলা প্রশাসক হাবিবুর রহমান পূর্বে সমাজকল্যাণ মন্ত্রণালয় মন্ত্রীর একান্ত সচিব (উপ-সচিব পদমর্যাদার) ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি গত বছরের ২৪ জুলাই বরিশাল জেলা প্রশাসক হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন মহলে তার কর্মকান্ডের জন্য প্রশংসিত হয়েছেন।