দলীয় মনোনয়ন পেতে ঢাকায় বরিশালের নেতারা দলীয় মনোনয়ন পেতে ঢাকায় বরিশালের নেতারা - ajkerparibartan.com
দলীয় মনোনয়ন পেতে ঢাকায় বরিশালের নেতারা

6:20 pm , September 18, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ আগামী সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নের প্রত্যাশায় ঢাকায় ব্যস্ত সময় পার করছেন বরিশালের মনোনয়ন প্রত্যাশী নেতারা। ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপির পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশীরার এখন ঢকামুখী। বিশেষ করে যে সকল নেতাদের মাঠ গোছানো রয়েছে তারা এখন পুরোটা সময়ই ঢাকায় মনোনয়ন দৌড়ে রয়েছেন। যে দলই হোক মনোনয়র প্রত্যাশী প্রার্থীর সকল যোগ্যতার চুড়ান্ত স্বীকৃতি আসবে কেন্দ্র থেকে। তাই স্থানীয় পর্যায়ে জনমত কিংবা ইমেজ তৈরীর চেয়ে তারা ঢাকায় হাইকমান্ডকে খুশী করতে ব্যস্ত তারা। গত এক সপ্তাহ ধরে বরিশালের ৬ টি আসনের সকল সংসদ সদস্য এং মনোনয়ন প্রত্যাশীরা একযোগে ঢাকায় রয়েছেন। সংসদ সদস্যরা সংসদের শেষ অধিবেশনে যোগ দেয়ার জন্য ঢাকায় রয়েছে এমনটি জানালেও ইতিপূর্বে সকল সংসদ সদস্যদের একযোগে ঢাকায় অবস্থান লক্ষ্য করা যায়নি। এছাড়া মনোনয়ন প্রত্যাশী অন্যান্যরাও রয়েছেন ঢাকায়। তারা ব্যবসায়িক কাজের কথা বললেও পালামেন্টারী বোর্ড এবং হেভিওয়েট নেতাদের সাথে দেখা করে মনোনয়নেরর বিষয়ে আলোচনা করছেন। একইভাবে বিএনপির প্রার্থী চুড়ান্ত ও প্রার্থীরা ইতিমধ্যে সবুজ সংকেত পেয়েছেন বলে শীর্ষস্থানীয় গনমাধ্যম তথ্য প্রকাশ করলেও নতুন অনেক প্রার্থী মনোনয়ন পেতে ঢাকায় রয়েছেন। এ সকল নেতারা কেন্দ্রীয় নেতাদের মাধ্যমে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে নিজেদের কর্মকান্ডের তথ্য অবহিত করানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতার সাথে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীদের তালিকা ইতিমধ্যে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌছেছে। সেখান থেকে গোয়েন্দা তথ্য ও মনোনয়ন বোর্ডের সঙ্গে পর্যালোচনা করে প্রধানমন্ত্রী নিজেই প্রার্থী চুড়ান্ত করবেন। এরপর প্রার্থীকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সবুজ সংকেত দেয়া হবে।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাপ খুব বেশী লক্ষ্যনীয় না হলেও আওয়ামী লীগ নেতা মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা বেশী হওয়ায় তাদের নির্বাচনী দৌড়ঝাপ চোখে পড়ার মত। দক্ষিনাঞ্চলের বর্তমান সংসদ সদস্যরা সহ অন্যান্য মনোনয়ন প্রত্যাশীরা প্রকাশ্যে আবার কেউ অপ্রকাশ্যে মনোনয়ন পেতে ঢাকায় তদ্বির করছেন। এদের মধ্যে প্রধানমন্ত্রীর দপ্তরের গুরুত্বপূর্ন কর্মকর্তা, সামরিক কর্মকর্তা, প্রধানমন্ত্রীর ঘনিষ্ট স্বজন, তার উপদেষ্টাদের সাথে যোগাযোগ করে মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন। এছাড়াও প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দ্বারস্থ হওয়ার চেষ্ট করছেন কেউ কেউ। ঢাকায় অবস্থানরত একাধিক নেতা বিষয়টি স্বীকার করেছেন। গত ২/৩ দিন ধরে এ সকল নেতারা বরিশালে আসার কথা জানালেও তারা আসেননি। কবে বরিশালে আসবেন এমন প্রশ্নের উত্তরও তারা সুনির্দিষ্টভাবে বলতে পারছেন না। মনোনয়ন ঘোষনার আগ পর্যন্ত এ ধরনের লবিং তদ্বির চলতে থাকবে বলে জানিয়েছেন মনোনয়ন প্রত্যাশী নেতৃবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT