শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে নগরীর দুই সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে ২৪০ শিক্ষার্থী শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে নগরীর দুই সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে ২৪০ শিক্ষার্থী - ajkerparibartan.com
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে নগরীর দুই সরকারি স্কুলে ভর্তির সুযোগ পাচ্ছে ২৪০ শিক্ষার্থী

5:35 pm , September 14, 2018

সাঈদ পান্থ ॥ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে বরিশাল জিলা স্কুল ও বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৩য় শ্রেনীতে ভর্তি হতে না পারা ২৪০ শিক্ষার্থীকে ভর্তি নেয়া হচ্ছে। তবে নতুন স্কুল ‘শহিদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়’ ও ‘শহিদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয়’ এ এই ভর্তির সুযোগ পাবে ছাত্রছাত্রীরা। এ লক্ষে বরিশাল জেলার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটি ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে বরিশাল জিলা স্কুল ও বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি যুদ্ধে এগিয়ে থাকা ১ম ১২০ জন করে দুই স্কুল থেকে ২৪০ জন সুযোগ পাবে।

জানা গেছে, সরকারী স্কুলে শিশুদের ভর্তি নিয়ে প্রতি বছরই বরিশালে তীব্র প্রতিযোগীতা শুরু হয়। চলতি বছরও এ প্রতিযোগিতায় মুখোমুখী হয়েছে গোটা বরিশালের শত শত কোমলমতি শিশু। কিন্তু ৩য় শ্রেনীতে তারা মাত্র ২৪০ জন বরিশাল জিলা স্কুল ও বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে সুযোগ পেয়েছেন। বাকিরা বাধ্য হয়ে বিভিন্ন স্কুল ভর্তি হয়েছে। কিন্তু গত ৫ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন দুই স্কুলে ৩য় শ্রেনীতে ২০১৮ শিক্ষাবর্ষে ভর্তির নির্দেশনা দেয়। এর পরিপেক্ষিতে বরিশাল জেলার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটি গত ৯ সেপ্টেম্বর ভর্তি বিজ্ঞপ্তি জারী করেছেন। তাতে বলা হয়, শহিদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয় ৬০ জন ছাত্র ও ৬০ জন ছাত্রী ভর্তি হতে পারবে। একইভাবে শহিদ আরজু মনি মাধ্যমিক বিদ্যালয় ৬০ ছাত্র ও ৬০ ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবে। তবে বরিশাল জিলা স্কুল ও বরিশাল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি যুদ্ধে মেধা তালিকায় এগিয়ে থাকা ছাত্রছাত্রীরাই এই সুযোগ পাবে।

শহিদ আবদুর রব সেরনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবাদুল ইসলাম বলেন, মেধাক্রম অনুসারে বিবেচনাযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। তারা সংশ্লিষ্ট স্কুল থেকে ফরম তুলে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে জমা দিয়ে ভর্তির সুযোগ পাবে। বরিশাল জেলার সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি ও বরিশাল জেলা প্রশাসক মো: হাবিবুর রহমান বলেছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পরই আমরা ভর্তি বিজ্ঞপ্তি জারী করেছি। মেধাক্রম অনুসারেই ভর্তি নেয়া হবে। জানা গেছে, সম্পূর্ণ দেশীয় তহবিলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিজস্ব নকশা ও তত্বাবধানে নতুন দুই স্কুল নির্মান করা হয়েছে। এর ফলে বরিশাল নগরীতে মাধ্যমিক পর্যায়ে মানসম্মত শিক্ষার সুযোগ আরো সম্প্রসারিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরিশালে এই দুই বিদ্যালয় আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT