6:01 pm , September 10, 2018
নিজস্ব প্রতিবেদক ॥ কারাগারের ভেতরে আদালত স্থাপন করে খালেদা জিয়ার বিচার কার্যক্রম পরিচালনার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবীতে নগরীতে মানববন্ধন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে পৃথকভাবে গতকাল সোমবার সকাল ১১টায় অশ্বিনী কুমার হল চত্বরে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া, সহ-সভাপতি এ্যাড. আখতার হোসেন মেবুল, মহানগর বিএনপির উপদেষ্টা নুরুল আমিন ফরিদ, সহ সাধারন সম্পাদক আনোয়ারুল হক তারিন, দপ্তর সম্পাদক শাহেদ আকন সম্্রাট, তাছলিমা কালাম পলি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন, মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি প্রমূখ। একই দাবীতে একই স্থানে মানববন্ধন করেছে বরিশাল দক্ষিন ও উত্তর জেলা বিএনপি। দক্ষিন জেলা বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. নাজিম উদ্দিন আহমেদ পান্না, সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, কোতয়ালী বিএনপির সভাপতি এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু প্রমূখ।