বঙ্গবন্ধুর সমাধিতে মেয়র সাদিকের শ্রদ্ধা নিবেদন বঙ্গবন্ধুর সমাধিতে মেয়র সাদিকের শ্রদ্ধা নিবেদন - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর সমাধিতে মেয়র সাদিকের শ্রদ্ধা নিবেদন

6:11 pm , August 1, 2018

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানিয়েছেন। গতকাল বুধবার দুপুরে তিনি দলীয় নেতাকর্মী ও নব-নির্বাচিত কাউন্সিলর সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে যান। এই সময় বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বস চৌধুরী দুলাল, সহ সভাপতি আফজালুল করিম, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর, বরিশাল জেলা ছাত্রলীগের সভাপতি হেমায়েত উদ্দিন সেরনিয়াবাত সুমন, নব-নির্বাচিত কাউন্সিলরগনসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানান সাদিক আব্দুল্লাহ। এই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে নব-নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, আমি নগরীর যেসব এলাকা অনুন্নত ও অবহেলিত সেগুলোতে প্রথমে কাজ করতে চাই। পরে ধাপে ধাপে পুরো নগরীর উন্নয়ন করা হবে। নগর ভবনকে দূর্নীতি ও মাদক মুক্ত করার ঘোষণা দেন তিনি।

১৫ আগস্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দ্যেশ্যে আজ ১লা আগস্ট নগর ভবন সভা কক্ষে বিকেল ৪ টায় প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্ব এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সকল বিভাগীয় ও শাখা প্রধানের উপস্থিতিতে ২ দিন ব্যাপী শোক ও ভাবগাম্ভীর্যের মাধ্যমে বিভিন্ন কর্মসূচী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, জাতীর জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এছাড়াও থাকছে নগরভবনে শোকসজ্জা।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT